বাংলা নিউজ > ময়দান > ‘সৌরভ নিজের অভিজ্ঞতা থেকেই কোহলির বিষয়টি হ্যান্ডেল করতে পারত’,দাবি কীর্তি আজাদের

‘সৌরভ নিজের অভিজ্ঞতা থেকেই কোহলির বিষয়টি হ্যান্ডেল করতে পারত’,দাবি কীর্তি আজাদের

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলি।

কোহলিকে ওডিআই-এর অধিনায়ক পদ থেকে সরানোটা ভুল, এমনটা বলছেন না কীর্তি আজাদ। তবে তিনি মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি আরও একটু ভালো ভাবে হ্যান্ডল করা।

বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে এখনও চাপানউতোর চলছে। আর এই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিরাট বনাম সৌরভ যুদ্ধে দু'ভাগ হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। কেউ সৌরভের হয়ে ব্যাট ধরছেন। কেউ আবার কোহলির হয়ে। কীর্তি আজাদ যেমন দাবি করেছেন, কোহলিকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে সৌরভকে আরও একটু পরিকল্পনা করা উচিত ছিল। আরও আগে কথা বলা উচিত ছিল। 

তবে কোহলিকে ওডিআই-এর অধিনায়ক পদ থেকে সরানোটা ভুল, এমনটা বলছেন না কীর্তি আজাদ। তবে তিনি মনে করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উচিত ছিল, কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি আরও একটু ভালো ভাবে হ্যান্ডল করা।

এক সংবাদমাধ্যমে কীর্তি আজাদ বলেছেন, ‘আমার মনে আছে, কী ভাবে বিষাণ বেদীকে সিংহাসনচ্যুত করা হয়েছিল, কী ভাবে সুনীল গাভাসকরকে সিংহাসনচ্যুত করা হয়েছিল। ভেঙ্কটরাঘবন তাঁর ফ্লাইটে ছিলেন এবং যখন তিনি যখন বিমান থেকে নেমেছিলেন, তখন তাঁকে অধিনায়ক হিসাবে প্রতিস্থাপন করা হয়েছিল। অন্তত সৌরভের নিজের অভিজ্ঞতার মাধ্যমেও এটা উপলব্ধি করা উচিত ছিল।’

তিনি এর সঙ্গেই যোগ করেছেন, ‘গ্রেগ চ্যাপেল যখন কোচ ছিলেন এবং ওকে অধিনায়কের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল। আমি ওকে রক্ষা করেছিলাম। সৌরভের নিজের উদাহরণ থেকে শেখা উচিত ছিল এবং বিরাটের সাথে অনেক আগেই কথা বলা উচিত ছিল। আমি বলছি না বিরাটের কেসটা স্পেশ্যাল। তবে ও একজন স্পেশ্যাল ব্যাটার এবং একজন স্পেশ্যাল ক্রিকেটার। ও সবার জন্য একটা উদাহরণ।’

আজাদ মনে করেন, পুরো বিষয়টি প্রকাশ্যে আসা উচিত হয়নি। বিষয়টি নিয়ে আরও ভালো ভাবে মোকাবিলা করা উচিত ছিল। তাঁ মতে, ‘আমি মনে করি, এই বিষয়টি আরও ভালো ভাবে হ্যান্ডেল করা উচিত ছিল। বিসিসিআই-এর একটু বেশি পেশাদার হওয়া উচিত ছিল।  এই জিনিসগুলি প্রকাশ্যে আসা উচিত হয়নি। এবং একজন অধিনায়ক যিনি এত কিছু দিয়েছেন, সেই বিরাট কোহলিকে আগে থেকেই ভালো ভাবে বিষয়টি জানানো উচিত ছিল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন