দক্ষিণ আফ্রিকা শুক্রবার কেপটাউনে তৃতীয় এবং শেষ টেস্টে সাত উইকেটে জিতে যায়। যার নিট ফল, ২-১ সিরিজ পকেটে পুড়ে ফেলে প্রোটিয়ারা। তবে এ বার সকলেই আশা করেছিল, অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত সিরিজ জিতে নতুন ইতিহাস রচনা করবে। কারণ এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে ভারত কখনও সিরিজ জেতেনি। কিন্তু সে আশা পূরণ হয়নি। বরং ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ প্রোটিয়া বোলারদের সামনে একেবারে কেঁপে গিয়েছিল। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে। একমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলির গড় ৪০-এর উপরে। ভারতের বাকি ব্যাটসম্যানদের দশা একেবারে তথৈবচ।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান ডারিল কালিনান তিন টেস্টের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্সে একেবারে হতাশ। তিনি ভারতীয় ব্যাটসম্যানদের কোথায় সমস্যা হচ্ছে, তার বিশদ ব্যাখ্যাও করেছেন। কালিনান বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলাররা তাদের লেন্থের পরিবর্তন করে (প্রথম টেস্টের পর) এবং ভারতকে চাপে ফেলে দেয়। ঘরের মাঠে ভারতের ব্যাটসম্যানরা ভালো খেলে। অস্ট্রেলিয়ায় তারা ভালো ব্যাটিং করেছে। কিন্তু অসামঞ্জস্যপূর্ণ বাউন্সের সাথে তারা মানিয়ে নিয়ে খেলতে পারেনি। টেকনিক্যাল সমস্যা তো রয়েছেই। যতক্ষণই ব্যাটিং করা হোক না কেন কিছু যায় আসে না, ক্রিজে থেকে খেললে দীর্ঘক্ষণ খেলা যাবে না।’
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান আরও যোগ করেছেন যে, সেঞ্চুরিয়নে জয় ভারতের জন্য মোটেও ভালো হয়নি। এর কারণ হিসেবে কালিনান বলেছেন, ‘ব্যাটিং দৃষ্টিকোণ থেকে ভারতের জন্য সম্ভবত সবচেয়ে খারাপ জিনিসটি হয়েছিল, তারা প্রথম টেস্ট জিতেছিল। সকলে ভেবেই নিয়েছিল, ভারতই জিতবে। তবে দক্ষিণ আফ্রিকা সত্যিই ভালো ভাবে ফিরে এসেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।