একটি ম্যাচেও খেলানো হয়নি। সেই তারকাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ খেলার পর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তার জেরে নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়ল কেকেআর। তাঁদের বক্তব্য, ‘একটি ম্যাচেও খেলানো হয়নি। অথচ সাফল্য পেতেই কৃতিত্ব নেওয়ার ধান্দা।’
গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের সেরা নির্বাচিত হন করুণারত্নে। ব্যাট হাতে ১৭ বলে ১৮ রান করেছিলেন। পরে সাত ওভারে ৪৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন কেকেআরের অল-রাউন্ডার। সেই পারফরম্যান্সের পর কেকেআরের তরফে সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে কেকেআরের বোলিং কোচ ভরত তরুণকে টিপস দিতে দেখা যায়। গত ২৬ এপ্রিল করুণারত্নকে ভরত বলছিলেন, 'তুমি সঠিক পথে আছ।'
তবে সেই ভিডিয়ো একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনদের একাংশ। তেমনই এক নেটিজেন বলেন, ‘একটি ম্যাচেও খেলানো হয়নি। অথচ সাফল্য পেতেই কৃতিত্ব নেওয়ার ধান্দা।’ ওই ব্যক্তির প্রোফাইল অনুযায়ী, তিনি শ্রীলঙ্কার বাসিন্দা। কলম্বোর এক মহিলা বলেন, 'তোমরা তো ওকে মেলে ধরার সুযোগই দাওনি।' অপর একজন বলেন, 'আইপিএলের সময় বা অন্য কোনও ম্যাচের সময় একটাও পোস্ট করা হয়নি। ও ম্যাচের সেরা হতেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা। নীচু মানসিকতার পরিচয় কেকেআরের।'
আরও পড়ুন: এক ম্যাচেও খেলায়নি KKR, সেই তারকাই জেতাচ্ছেন দেশকে! ২২ বলে করলেন ৪৩, পেলেন উইকেট
উল্লেখ্য, এবার আইপিএলের মেগা নিলামে করুণারত্নেকে দলে নেয় কেকেআর। কিন্তু একটি ম্যাচেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি। তাঁর মতোই কেকেআরের প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি মহম্মদ নবিকে। যা নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন একাংশ।