শুভব্রত মুখার্জি: ভারতের প্রতিবেশী ছোট দেশ নেপাল। দেশের ক্রিকেটের 'পোস্টার বয়' তরুণ প্রতিভাবান লেগ স্পিনার সন্দীপ লামিচানে। সেই তিনিই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে গড়ে ফেললেন এক অনন্য নজির। নেপাল তো বটেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম লেগ স্পিনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। আইসিসির নবতম টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পাওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়লেন তিনি।
ওমানে চতুর্দলীয় টি-২০ সিরিজের ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নেপাল দুই দল। এদিন প্রথমে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে যায় আইরিশরা। তাদের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিংকে তারা ব্যক্তিগত মাত্র ২ রানে হারায়। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন জর্জ ডকরেল। অ্যান্ডি বালবার্নি ১৯ এবং কার্টিস ক্যাম্পফার ২০ রান করে দলকে টানার চেষ্টা করেন। তবে তাদের যোগ্য সঙ্গত দেওয়ার মতন সেরকম কেউ ছিল না। ফলে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। দীপেন্দ্র সিং আইরে ২১ রান দিয়ে ৪ টি উইকেট নেন। ২২ বলে ২৮ রান করা জর্জ ডকরেলকে ফিরিয়ে ওয়ানডে ইনিংসের নিরিখে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন লামিচানে।
তবে লামিচানের নজির গড়ার দিনটা সুখকর হল না নেপাল ক্রিকেটের। ম্যাচে ১৬ রানে পরাজয়ের মুখ দেখতে হল তাদের। ৯ উইকেটে ১১১ রান সংগ্রহ করেই থেমে যেতে হল তাদের। নেপালের হয়ে সর্বোচ্চ রান করেন দীপেন্দ্র সিং আইরে। তিনি ৩০ বলে করেন ২৮ রান। তাকে যোগ্য সঙ্গত দেন আসিফ শেখ (২৩) এবং কুশল ভুরটেল (১৫)। তবে তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। আসুন একনজরে দেখে নিন লামিচানের ওয়ানডেতে ইনিংসের নিরীখে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজিরগড়া পরিসংখ্যান:
১) ২৯ ম্যাচ, সন্দীপ লামিচানে
২) ৩১ ম্যাচ, ইমরান তাহির
৩) ৩১ ম্যাচ, রশিদ খান
৪) ৩২ ম্যাচ, ওয়ানিন্ডু হাসারাঙ্গা
৫) ৩৪ ম্যাচ, যুজবেন্দ্র চাহাল।