
১১ বছর বাদে শতরান করে নজির ফাওয়াদ আলমের
১ মিনিটে পড়ুন . Updated: 31 Dec 2020, 12:38 PM IST- ১১ বছরেরও বেশি সময় পরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম
দাঁতে দাঁত চেপে প্রথম টেস্টে লড়াই করেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা সময় প্রথম টেস্টটি পাকিস্তান জিতেও যেতে পারে এমন এক সম্ভাবনার সৃষ্টি হয়েছিল। সেই জয় না আসলেও পাকিস্তান ক্রিকেটার ফাওয়াদ আলম এক বিরল নজির গড়ে ফেলেছেন।
১১ বছরেরও বেশি সময় পরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। ফাওয়াদ আলমকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান (৬০)। প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে ফাওয়াদ আলম এর আগে সেঞ্চুরি করেছিলেন ২০০৯ সালের জুলাইয়ে। নিজের অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ১৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।
এছাড়াও এই টেস্টে নজির গড়েছেন কিইউয়ি পেসার টিম সাউদিও। তৃতীয় নিউজিল্যান্ডের বোলার হিসেবে হ্যাডলি এবং ভেত্তোরির পরে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। প্রসঙ্গত সাউদি,ওয়ার্নারদের দাপুটে বোলিংয়ের ফলেই ফাওয়াদ আলমের লড়াকু শতরানেও জয়ের মুখ দেখল না পাকিস্তান।