শুভব্রত মুখার্জি
জার্মানির ঘরোয়া লিগ মানেই বায়ার্ন মিউনিখের একাধিপত্যের সাক্ষী থাকে গোটা বিশ্ব। প্রায় গোটা একটা দশক ধরে জার্মানির ঘরোয়া লিগের শিরোপা নিজেদের ঘরে তুলেছেন মুলাররা। এই মরশুমেও তার ব্যতিক্রম হল না। ফলে টানা নবম বার ট্রফি নিজেদের ঘরে তুলল বায়ার্ন। বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে জিতলেই শিরোপা ঘরে ঢুকত, এই সমীকরণ মাথায় রেখেই মাঠে নামার প্রস্তুতি নিয়েছিল বায়ার্ন মিউনিখ।
তাদের বিজয়োল্লাসের জন্য একটুকুও অপেক্ষা করতে হয়নি। উল্টে আরবি লিপজিগ বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হারার ফলে মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বাভারিয়ানরা।
বায়ার্নের শিরোপা জয়ের সহজ সমীকরণে সেদিন বাধ সেধেছিল এফএসভি মেইনজ। পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা দলটি সেদিন হারিয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের ছেলেদের। ফলে অপেক্ষা বেড়েছিল পরের ম্যাচের জন্য। তার অবশ্য আর প্রয়োজন হয়নি। মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।
শনিবার ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় লিপজিগ। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্নের। ৩২ ম্যাচে লিপজিগের সংগ্রহ ৬৪ পয়েন্ট। ফলে বায়ার্ন শেষ তিনটি ম্যাচ হারলেও তাদের টপকানোর সুযোগ নেই লিপজিগের।
ম্যাচের সপ্তম মিনিটেই ডর্টমুন্ডকে এগিয়ে দেন মার্কো রিউস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছিল বরুসিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে গোল করেন জেডন সাঞ্চো। ১২ মিনিট পর ব্যবধান কমায় লিপজিগের লুকাস ক্লস্তেরমান। ৭৭তম মিনিটে দানিয়েল ওলমোর গোলে সমতায়ও ফেরে লিপজিগ। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ফের গোল করে ডর্টমুন্ডের জয় নিশ্চিত করেন সাঞ্চো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।