শুভব্রত মুখার্জি: মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে খেলতে নেমেছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে ব্যাট হাতে ৪৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ শেষে স্বয়ং বিরাট কোহলি জানিয়েছেন তিনি আজ নিজের ১০০ তম টেস্টে ২২ গজে ব্যাট করতে নেমে যথেষ্ট নার্ভাস ছিলেন। তার মনে হয়েছিল ম্যাচটা যেন তার অভিষেক ম্যাচ।
কোহলি জানিয়েছেন সকালে ব্যাট করতে নামার সময়তে তিনি যথেষ্ট নার্ভাস ছিলেন। দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কেও তিনি বলেছিলেন তার মনে হচ্ছে যেন তিনি ফের অভিষেক ম্যাচে খেলছেন। উল্লেখ্য ভারতের টেস্ট ইতিহাসে বিরাট ১২ তম ক্রিকেটার যিনি শততম টেস্টে খেলছেন। এদিন ম্যাচ শুরুর আগে স্ত্রী অনুষ্কা শর্মার উপস্থিতিতেই কোচ রাহুল দ্রাবিড় তাকে সংবর্ধনা দেন। প্রথম দিনের খেলা শেষে মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে বিরাট জানান 'সকালে রাহুল ভাই আমাকে জিজ্ঞাসা করে কেমন অনুভূতি হচ্ছে আমার। আমি তাকে বলেছি আমার মনে হচ্ছে যেন আমি আমার অভিষেক ম্যাচে খেলছি। আমি বেশ নার্ভাস ছিলাম।'
তিনি আরও যোগ করেন 'মুহূর্তের অপরিসীম গুরুত্ব আমি প্রথমে বুঝতে পারিনি। আজকে যখন সংবর্ধনা অনুষ্ঠান হয় তখন থেকেই ধীরে ধীরে আমি মুহূর্তটা উপলব্ধি করতে শুরু করি। স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি মুহূর্তটাকে আরও স্পেশাল করে দেয়। আমার কাছে অত্যন্ত স্পেশাল মুহূর্ত ছিল এটা। ব্যাট করতে নামার আগে বেশ নার্ভাস ছিলাম। আমার মতে জীবনে শৃঙ্খলা না থাকলে এতদূর আসতে পারতাম না। বিশেষ করে ধারাবাহিকভাবে ক্রিকেটের তিনটে ফর্ম্যাটে খেলা চালিয়ে যেতে পারতাম না। ব্যক্তিগতভাবে আমি জানি এই জায়গাটা পৌঁছতে আমাকে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। ১০০ তম টেস্ট খেলাটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।