স্বাধীনতা দিবসে প্যারিস অলিম্পিক্স ফের ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎতের ছবি ও ভিডিয়ো সামনে আসে আগেই। পরে জানা যায় ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী টুকরো টুকরো আলাপচারিতার কথাও।
ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে মোদীকে নিতান্ত হালকা মেজাজে কথাবর্তা বলতে শোনা যায়। কখনও অভিভাবকের মতো গুরুত্বপূর্ণ সব পরামর্শ দেন। আবার কখনও হাসি ঠাট্টায় মাতিয়ে তোলেন ক্রীড়াবিদদের। এরই মাঝে প্রধানমন্ত্রীকে মোবাইল, সোশ্যাল মিডিয়া ও রিলসের প্রসঙ্গ উত্থাপন করতে শোনা যায়। তিনি জানতে চান, ভারতীয় অ্যাথলিটদের মধ্যে এমন কেউ আছেন কিনা, যিনি মোবাইলে ডুবে থাকেন। অর্থাৎ, কারা কারা সারাক্ষণ রিল দেখতে এবং রিল বানাতে পছন্দ করেন, সেই বিষয়ে জানতে চান মোদী।
তিনি বলেন, 'আমি শুনেছি আপনাদের মধ্যে কেউ কেউ সারাক্ষণ মোবাইল ব্যবহার করেন। এটা কি সত্যি? কেউ কেউ রিল দেখতে থাকেন সারাক্ষণ এবং কেউ কেউ নাকি রিল বানাতে পছন্দ করেন?
প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ভারতীয় অ্যাথলিটদের মুখে রা ছিল না। নিস্তব্ধ হয়ে যায় সারা ঘর। অবশেষে নিরবতা ভাঙেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। তিনি উঠে দাঁড়িয়ে বলেন, ‘স্যার, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে, আমি এবং আমার দলের সবাই ঠিক করি সারা অলিম্পিক্সে মোবাইল ফোনে চোখ রাখব না। কারণ, ভালো-খারাপ সব কমেন্টই আমাদের খেলায় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার সিদ্ধান্ত নিই।’
হরমনপ্রীতের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন। আমি চাই আপনারা দেশের তরুণ প্রজন্মকেও জানান যে, এসব থেকে যত বেশি দূরে থাকবে ততই ভালো। অনেকেই বহু সময় নষ্ট করে এসবে।’
এই প্রসঙ্গে ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন প্রধানমন্ত্রীকে জানান যে, প্রকাশ পাড়ুকোন ম্যাচের সময় তাঁর ফোন নিয়ে নিতেন, যাতে মনোসংযোগে ব্যাঘাত না ঘটে। তিনি বলেন, ‘ম্যাচের সময় তো প্রকাশ স্যার আমার ফোন নিয়ে নিতেন। বলতেন যে, খেলা শেষ না হলে ফোন পাওয়া যাবে না।’
লক্ষ্যের কথা শুনে প্রধানমন্ত্রীও হেসে ফেলেন। তিনি প্রতিক্রিয়ায় বলেন যে, ‘প্রকাশ স্যার অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ এবং কঠোর ব্যক্তিত্ব। পরের অলিম্পিক্সেও ওনাকে ফের পাঠাব।’
উল্লেখ্য, প্যারিস অলিম্পিক্সে অল্পের জন্য মেডেল হাতছাড়া হয় লক্ষ্য সেনের। তিনি ব্রোঞ্জ পদক ম্যাচে হেরে চতুর্থ হয়ে সিঙ্গলস অভিযান শেষ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।