বাংলা নিউজ > ময়দান > টেস্টের এক ইনিংসে সবচেয়ে কম বল করে ৩ উইকেট নিয়ে নজির মহম্মদ সিরাজের

টেস্টের এক ইনিংসে সবচেয়ে কম বল করে ৩ উইকেট নিয়ে নজির মহম্মদ সিরাজের

মহম্মদ সিরাজ। ছবি: এএনআই (ANI)

মহম্মদ সিরাজ মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪ ওভার বল করে ৩ উইকেট নেন। আর নিজেদের প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। যা ভারতকে টেস্ট জিততে সাহায্য করেছিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন নজির গড়লেন মহম্মদ সিরাজ। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টের এক ইনিংসে সবচেয়ে কম বল করে ৩ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন মহম্মদ সিরাজ। এর চেয়ে কম বল করে এই কৃতিত্ব আর কোনও বোলারের নেই।

এর আগে ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রজার বিনি ৩৬ বল করে এই নজির গড়েছিলেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৬ বল করে একই নজির গড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এতদিন হার্দিক এবং রজার বিনির দখলেই ছিল এই রেকর্ড। এ বার সেই রেকর্ডের মালিক হলেন মহম্মদ সিরাজ। ২০১০ সালে ইশান্ত শর্মা আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বল করে ৩ উইকেট নিয়েছিলেন ইশান্ত।

মহম্মদ সিরাজ মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৪ ওভার বল করে ৩ উইকেট নেন। আর নিজেদের প্রথম ইনিংসে ৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। যা ভারতকে টেস্ট জিততে সাহায্য করেছিল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্ট টেস্ট ড্র হয়েছিল। মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ভারতের প্রথম ইনিংসে কিউয়ি স্পিনার আজাজ প্যাটেলের দাপটে ভারতের ইনিংস ৩২৫ রানে গুটিয়ে যায়। ১০ উইকেট তুলে নিয়েছিলেন আজাজ একাই। 

নিউজিল্যান্ড আবার তাদের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয়ে যায়। এর পর ভারত ৭ উইকেট হারিয়ে ২৭৬ করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ভারত ৫৪০ রানের লক্ষ্য রাখে নিউজিল্যান্ডের সামনে। কিন্তু ১৬৭ রানেই গুটিয়ে যায় কিউয়িদের ইনিংস। ৩৭২ রানে টেস্ট জিতে নেয় ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন