বাংলা নিউজ > ময়দান > FIFA Ranking: শীর্ষে বেলজিয়াম, এক স্থান উঠে এল আর্জেন্তিনা, কত নম্বরে রয়েছে ভারত?

FIFA Ranking: শীর্ষে বেলজিয়াম, এক স্থান উঠে এল আর্জেন্তিনা, কত নম্বরে রয়েছে ভারত?

ভারতীয় ফুটবল দল। ছবি- পিটিআই। (PTI)

আফকন ফাইনালিস্ট সালাহের মিশর, ব়্যাঙ্কিংয়ে ১১ ধাপ উঠে এসেছে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকটি বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচের পাশাপাশি আফকনের মতো টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে। এরপরেই বৃহস্পতিবার ফিফা তরফে নতুন বিশ্বব়্যাঙ্কিং প্রকাশ করা হল। নতুন ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০ স্থানে গত বারের ১০ দেশই বহাল থাকলেও বদলেছে স্থান।

সাম্প্রতিক সময়ে বেলজিয়াম ব়্যাঙ্কিংয়ে নিজেদের দাপট বজায় রেখেই শীর্ষ স্থান ধরে রেখেছে। একইরকমভাবে বেলজিয়ামের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, তৃতীয়তে ফ্রান্স। প্রথম ১০-এ বদল বলতে একটাই নাগাড়ে নিজেদের ২৯তম ম্যাচে অপরাজিত থাকার সুবাদে এক ধাপ এগিয়ে চারে উঠে এল মেসির আর্জেন্তিনা। এক ধাপ পিছিয়ে গেল ইংল্যান্ড। রোনাল্ডোর পর্তুগাল, ইতালি এবং স্পেনের পর অষ্টম স্থানে রয়েছে। ডেনমার্ক এবং নেদারল্যান্ডস রয়েছে পরবর্তী দুই স্থানে।

ভারতীয় দলের অবশ্য ব়্যাঙ্কিংয়ে উন্নতি বা অবনতি কিছুই হয়নি। নিজেদের ১০৪ স্থানেই বজায় রয়েছে ‘ব্লু টাইগার্স’রা। ঘটনাক্রমে, নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপ খেলা দেশের থেকে সাত ধাপ আগে রয়েছেন সুনীলরা। আফকনের সুবাদে অবশ্য আফ্রিকার দেশগুলির বেশ উন্নতি হয়েছে। টুর্নামেন্টের ফাইনালিস্ট, মহম্মগ সালাহের মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে। চ্যাম্পিয়ন সেনেগালও ব়্যাঙ্কিংয়ে উঠে এসে ১৮তে অবস্থান করছে। এশিয়ার দলগুলির মধ্যে ইরানের সবচেয়ে আগে ২১ নম্বরে রয়েছে। জাপান রয়েছে ২৩ নম্বরে।

বন্ধ করুন