বাংলা নিউজ > ময়দান > Lionel Messi: বিশ্বকাপে ডাচ ফুটবলারকে 'বোকা' বলেন মেসি! ঝামেলার ভিডিয়ো প্রকাশ FIFA-র

Lionel Messi: বিশ্বকাপে ডাচ ফুটবলারকে 'বোকা' বলেন মেসি! ঝামেলার ভিডিয়ো প্রকাশ FIFA-র

লিওনেল মেসি। ছবি- এএফপি।

গত ডিসেম্বরে কোয়ার্টার ফাইনাল শেষের পরে নেদারল্যান্ডসের ফুটবলার ওট ওয়েগহর্স্ট, লিওনেল মেসির সঙ্গে করমর্দনের উদ্দেশ্যে। তবে মেসি করমর্দন করতে অস্বীকার করে ওয়েগহর্স্টকে উদ্দেশ্য করে নাকি খারাপ কথা বলেছিলেন।

শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্তিনা দল। তাঁদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। প্রতি ম্যাচে একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন মেসি। দল যখনই বিপদে পড়েছে সেখান থেকে দলকে টেনে তুলেছেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে এরকম এক কঠিন ম্যাচ খেলতে হয়েছিল মেসিদের। সেই ম্যাচে মাঠের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের ফুটবলাররা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। ঘটনার রেশ গড়ায় ম্যাচ শেষেও। ড্রেসিংরুমের ভিতরে ঝামেলাতে জড়ান নেদারল্যান্ডসের ফুটবলার ওট ওয়েগহর্স্ট। এবার সেই ঘটনার সম্পূর্ণ ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে ফিফার তরফে।

 

গত ডিসেম্বরে কোয়ার্টার ফাইনাল শেষের পরে নেদারল্যান্ডসের ফুটবলার ওট ওয়েগহর্স্ট, লিওনেল মেসির সঙ্গে করমর্দনের উদ্দেশ্যে। তবে মেসি করমর্দন করতে অস্বীকার করে ওয়েগহর্স্টকে উদ্দেশ্য করে নাকি খারাপ কথা বলেছিলেন। যেখান থেকেই নাকি ঘটনার সূত্রপাত হয়েছিল। এতদিন এটাই দাবি করে এসেছিলেন প্রত্যক্ষদর্শীরা। এবার ফিফার তরফে গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ঠিক সেদিন কী ঘটেছিল?

আর্জেন্তিনা বনাম নেদারল্যান্ডসের সেই ম্যাচে মোট ১৫টি হলুদ কার্ড দেখানো হয়েছিল। স্প্যানিশ রেফারি আ্যান্টোনিও ম্যাতু লাথুজকে সেদিন ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে রীতিমতো সমস্যায় পড়তে হয়। নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত সময়েও ম্যাচ ২-২ ছিল। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে ম্যাচ জিতে নেয় মেসিরা। সেদিন পরিবর্ত ফুটবলার হিসেবে নেমে ম্যাচের রং বদলে দিয়েছিলেন ওয়েগহর্স্ট। ম্যাচে এতটাই উত্তেজনা ছিল যে ডাচ কোচ লুই ভ্যান গল এবং সহকারী কোচ এডগার ডাভিডসের সঙ্গেও তীব্র বাদানুবাদে জড়ান মেসি।

ওয়েগহর্স্টের সঙ্গে ঝামেলার সূত্রপাত মেসির করা মন্তব্য থেকে। ওট ওয়েগহর্স্ট যখন ম্যাচ শেষে সাক্ষাৎকার দিচ্ছিলেন সেই সময়ে মেসি স্প্যানিশ ভাষায় তাঁকে উদ্দেশ্য করে বলেন 'তুমি কী দেখছ বোবো (বোকা)? যাও ওখানে (ড্রেসিংরুমের ভিতরে) চলে যাও।' এরপরেও ওয়েগহর্স্টকে দেখা যায় টানেলে দাঁড়িয়ে থাকতে। তিনি চেয়েছিলেন মেসির সঙ্গে করমর্দন করতে। মেসি তা অস্বীকার করেন। এরপরেই দেখা যায় ওয়েগহর্স্ট, সার্জিও অ্যাগুইয়েরো এবং বাকি আর্জেন্তিনার ফুটবলারদের বলছেন 'আমি ওঁর (মেসির) জন্য অপেক্ষা করছিলাম। আমি ওঁর সঙ্গে করমর্দন করতে চেয়েছিলাম।'

বন্ধ করুন