বাংলা নিউজ > ময়দান > FIFA World Cup 2022: মারাকানার হৃদয়ভঙ্গের পর এবার মেসির হাতে উঠবে বিশ্বকাপ? দল ঘোষণা আর্জেন্টিনা

FIFA World Cup 2022: মারাকানার হৃদয়ভঙ্গের পর এবার মেসির হাতে উঠবে বিশ্বকাপ? দল ঘোষণা আর্জেন্টিনা

কাতারের পথে মেসিরা (AP)

FIFA World Cup 2022: ২০১৪ বিশ্বকাপে ফাইনালে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। ২০১৮ তে বিদায় নিতে হয়েছিল প্রি-কোয়ার্টার ফাইনালে। এবার ২০২২ বিশ্বকাপে নতুন চমক দিতেই প্রস্তুত লিওনেল মেসিরা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালেই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার বিশ্বকাপ ছোঁয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে মেসিরা।

গত বছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল মেসির। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে যে মারাকানার মাটিতে নিজের চোখের জল রেখে এসেছিলেন লিও, ২০২১ সালের কোপাতে সেই মারাকানাতেই দেশের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। চলতি বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে তাঁরা জেতেন ফাইনালেসিমা। এখন পাখির চোখ বিশ্বকাপের দিকে। যে ট্রফিটা আট বছর আগে ১১৪ মিনিটের একটা গোলের জন্য ছুঁতে পারেননি মেসি।

অনেকের মতে, বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এবারই মেসির সেরা সুযোগ। কোপা আমেরিকা এবং ফাইনালেসিমার পর বহু ফুটবল বিশেষজ্ঞ এবং সমর্থকদের মতে, এমন মজবুত একাদশ বহুদিন পায়নি আর্জেন্টিনা। তাই এই বছর হয়ত মেসির হাতে সেই সোনার ট্রফির দেখা মিলতেও পারে সমর্থকদের। এমনিতে 

এটা এমনিতেও ২০২২ বিশ্বকাপ হয়ত মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। শুধু মেসি নন। কোপা ফাইনালের গোলদাতা ডি'মারিয়ারও শেষ বিশ্বকাপ হতে পারে এটি। তাই এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আকাঙ্খা যেন আরও তীব্র।লিওনেল স্কালোনির প্রশিক্ষণে আর্জেন্টিনা দলের মধ্যে এক চূড়ান্ত ঐক্য নজরে এসেছে সমর্থকদের। 

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড় তালিকা

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আর্মানি।

রক্ষণ: নাহুল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কোস আকুনা, জুয়ান ফোয়েথ।

মাঝমাঠ: গুইডো রড্রিগেজ, রড্রিগো ডি'পল, প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলেয়ান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারাডেস।

স্ট্রাইকার: লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, লউটারো মার্টিনেজ, পাওলো ডিবালা, জুলিয়ান অ্যালভারেজ, জোকিন কোরে, অ্যাঞ্জেলো ডি'মারিয়া।

এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন মেসি। এবারের বিশ্বকাপে গ্রুপ 'সি'-তে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা।

বন্ধ করুন