খাতায় কলমে দূর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে পর্তুগাল সতর্কতা নিয়েই খেলতে নেমেছিল। তবে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেললেন রোনাল্ডো।
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল পর্তুগাল
৯০ মিনিটের খেলা শেষ
৯০ মিনিটের খেলা শেষ। ৯ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখনও কি ম্যাচের অনেক কিছু বাকি রয়েছে।
ব্যবধান কমাল ঘানা
পর্তুগালের রক্ষণকে বোকা বানিয়ে ব্যবধান কমাল ঘানা। ম্যাচের ৮৯ মিনিটে উসমান বুকানির গোলে ৩-২ করল ঘানা। রোনাল্ডো মাঠ ছাড়তেই চাপ বাড়ল পর্তুগালের উপর।
৮৫ মিনিট: পর্তুগাল-৩, ঘানা-১
নির্ধারিত সময়ের বাকি আর পাঁচ মিনিট তারপরে কিছুটা অতিরিক্ত সময় পাওয়া যাবে। তাহলে কি আরও কিছু গোল দেখতে পাওয়া যাবে।
আবার গোললল.. এবার ৩-১ এগিয়ে গেল পর্তুগাল
ম্যাচের ৮০ মিনিটে গোল করে দলকে ৩-১ এগিয়ে দিলেন রাফায়েল লিয়াঁও। ৭৩ মিনিটের পরেই যেন জ্বলে উঠেছে পর্ত
আবার গোললল. এবার এগিয়ে গেল পর্তুগাল
পাঁচ মিনিটের মধ্যেই আবার এগিয়ে গেল পর্তুগাল। ম্যাচের ৭৮ মিনিটে ব্রুনোর পাস থেকে গোল করে এগিয়ে দিলেন ফেলিক্স।
১০ মিনিটের মধ্যে সমতায় ফিরল ঘানা
ম্যাচের ৭৩ মিনিটে সমতায় ফিরল ঘানা। পর্তুগালের গোলের জবাব দিলেন ঘানার আন্দ্রে আয়ু। একদিকে
বিশ্বকাপে নজির গড়লেন রোনাল্ডো
পাঁচটি বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিহাস সৃষ্টি করেছেন পর্তুগাল অধিনায়ক ও তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ফিফা বিশ্বকাপে গোল করেছেন তিনি। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, এবং ২০১৮ বিশ্বকাপেও গোল করেছেন রোনাল্ডো। এখন ঘানার বিরুদ্ধে রোনাল্ডো গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেন। পেনাল্টি শুটআউটে গোল করেন রোনাল্ডো।
পেনাল্টি থেকে গোল করলেন রোনাল্ডো
ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
এবার রোনাল্ডো ম্যাজিক দেখতে চায় গোটা ফুটবল বিশ্ব। সিআরসেভেন কি গোল পাবেন? পরবর্তী ৪৫ মিনিটে পাওয়া যাবে এর উত্তর।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধের খেলা শেষ, পর্তুগাল-০, ঘানা-০। যদিও এখনও সেভাবে রোনাল্ডো ম্যাজিক দেখতে পাওয়া যায়নি। তবু তিনটি সুযোগ এসেছিল সিআর সেভেনের সামনে। সেখান থেকে একটি গোল করলেও সেটি ফাউলের কারণে বাতিল হয়ে যায়। বাকি দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি রোনাল্ডো।
৪৫ মিনিটের খেলা শেষ
৪৫ মিনিটের খেলা শেষ, ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কী করে দুই দল সেটাই এখন দেখার।
৪০ মিনিট: পর্তুগাল-০, ঘানা-০
এখনও পর্যন্ত তিনটি সুযোগ পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তিনটের মধ্যে একটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায়।
বাতিল হয়ে গেল রোনাল্ডোর গোল
ম্যাচের ৩০ মিনিটে গোলের মুখ খুলে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানোর রোনাল্ডো। কিন্তু ফাউল দেন রেফারি। বল ঘানার জালে জড়িয়ে গেলেও গোলটি বাতিল হয়ে যায়।
২৫ মিনিট: পর্তুগাল-০, ঘানা-০
এখনও গোলের মুখ খুলতে পারেনি দুই দল। প্রথম থেকে দুটি সুযোগ পেয়েছিল রোনাল্ডো। কিন্তু দুটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন সিআরসেভেন।
উফফফ…
সহজ সুযোগ হাতছাড়া করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১০ মিনিটে ঘানার বক্সে ঢুকে গিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু ঘানার গোলরক্ষকের বুদ্ধির কারণে ব্যর্থ হলেন রোনাল্ডো।
শুরু হল খেলা…
রেফারি বাঁশি বাজিয়ে খেলা শুরু করলেন। এবার সব প্রশ্নের উত্তর নিজের পারফরমেন্স দিয়ে দিতে চান রোনাল্ডো।
এক ভাই খেলেছিলেন স্পেনের হয়ে, অন্য ভাই নামবেন ঘানার হয়ে
আপনি যদি স্পেন এবং কোস্টারিকার মধ্যকার ম্যাচটি দেখে থাকেন তবে আপনার মনে থাকবে অ্যাথলেটিক বিলবাও উইঙ্গার নিকো উইলিয়ামস, যিনি দ্বিতীয়ার্ধের বিকল্প হিসাবে এসেছিলেন। তার বড় ভাই ইনাকি উইলিয়ামস একই ক্লাবে খেলেন কিন্তু একই জাতীয় দলে খেলেন না। ভাইদের জন্ম ঘানার পিতামাতার কাছে এবং ইনাকি এমনকি একটি স্প্যানিশ জাতীয় দলে কলআপও পেয়েছিলেন, যদিও এটি শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ ছিল। অবশেষে তাঁকে ঘানার হয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, যেটি তিনি ২০২২ বিশ্বকাপের ঠিক আগে করতে বেছে নিয়েছিলেন।
দেখুন পর্তুগালের লাইন আপ
ডিওগো কোস্তা, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডায়াস, রাফায়েল গুয়েরেইরো, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, ওটাভিও, জোয়াও ফেলিক্স, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
দেখুন ঘানার লাইন আপ
লরেন্স আটি-জিগি, আব্দুল-রহমান বাবা, ড্যানিয়েল আমর্তে, আলেকজান্ডার ডিজিকু, মহম্মদ সালিসু, আলিদু সেদু, থমাস পার্টি, সালিস আব্দুল সামেদ, মহম্মদ কুদুস, আন্দ্রে আয়ু, ইনাকি উইলিয়ামস।
রোনাল্ডো নির্ভর থাকতে চান না পর্তুগালের কোচ
পর্তুগাল মানে যে শুধুই রোনাল্ডো নন, তা বুঝিয়ে দিয়েছেন কোচ ফার্নান্দো স্যান্টোস। রোনাল্ডোর ছায়া থেকে বেরিয়ে নতুন প্রজন্মে ফোকাস করতে চাইছেন কোচ। দিয়েগো জোটা, বার্নান্দো সিলভা ম্যাচের রং বদলাতে পারেন। গোলকিপার দিয়েগো কোস্টার অভিজ্ঞতা কাজে লাগবে পর্তুগাল শিবিরে।
সকলের চোখ রোনাল্ডোর দিকে
১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল পর্তুগাল। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল এর পর ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগেও ট্রফি নিয়ে ফিরেছিল পর্তুগাল। বিশ্বকাপের স্বপ্নটা এখনও অধরা পর্তুগালের। সিআর সেভেন ছাড়াও দলে রয়েছে এক ঝাঁক তরুণ তারকারা। বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, রুবেন নেভেসদের দিকেও নজর থাকবে।
ঘানার বিরুদ্ধে বড় জয় চান রোনাল্ডো
চলতি মরশুমে পর্তুগাল সুপারস্টারের ফর্ম খারাপ ছিল। কিন্তু তিনি এখনও কাতারে তাঁর দলের হয়ে বড় সাফল্যে পেতে চাইবেন। সেই কারণেই নিজের সবটা দিয়ে দিতে চাইবেন সিআরসেভেন। এর আগে দলকে ইউরো ২০১৬ শিরোপা জিতিয়েছেন রোনাল্ডো, এবার কি তিনি পারবেন? ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ঘটে যাওয়া সবকিছুকে পিছনে ফেলে নতুনের পথে এগিয়ে যেতে তৈরি রোনাল্ডো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।