বাংলা নিউজ > ময়দান > FIFA World Cup 2022: চোট সারাতে NASA-র প্রযুক্তি ব্যবহার, নকআউটের লড়াইয়ে ফিরতে পারবেন নেইমার?

FIFA World Cup 2022: চোট সারাতে NASA-র প্রযুক্তি ব্যবহার, নকআউটের লড়াইয়ে ফিরতে পারবেন নেইমার?

নেইমার।

 নকআউট পর্বে মাঠে ফিরতে মরিয়া তারকা ফুটবলার। সেই লক্ষ্যে তিনি ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ায় ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি পোস্ট করেছেন নেইমার।

নেইমারকে ছাড়াই প্রি-কোয়ার্টারে পৌঁছে গিয়েছে ব্রাজিল। সোমবার রাতে হেনরিক ক্যাসেমিরোর গোলে দোহার স্টেডিয়াম ৯৭৪ এ সুইৎজারল্যান্ডকে ১-০ হারিয়ে শেষ ষোলোয় সেলেকাওরা। নেইমার নেই, তাতেও ‘কুছ পরো নেহি’। একেবারে আত্মনির্ভর দেখাচ্ছে ব্রাজিল শিবিরকে।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিরুদ্ধে গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। চোটের জন্য গ্রুপ পর্বের পরের দু'টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচেও নেইমার নেই। আদৌ তিনি নকআউটে ফিরতে পারবেন তো?

আরও পড়ুন: ‘হেয়ার অফ গড গোল’- স্কোর না করেও গোলের দাবি- সোশ্যাল মিডিয়া ধুইয়ে দিল রোনাল্ডোকে

তবে নকআউট পর্বে মাঠে ফিরতে মরিয়া তারকা ফুটবলার। সেই লক্ষ্যে তিনি ব্যবহার করছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। সোশ্যাল মিডিয়ায় ‘কমপ্রেশন বুট’ নামের এই প্রযুক্তির ছবি পোস্ট করেছেন নেইমার। দ্রুত ব্যথা কমাতে দুই পায়েই এই পোশাকটি পরতে হয়। দেখতে অনেকটা প্যান্টের মতো। এটা একই সঙ্গে দুই পায়ে ব্যবহার করতে হয়।

আরও পড়ুন: বিশ্বকাপে ব্রাজিল ম্যাচের মধ্যেই আলো নিভল স্টেডিয়ামে! যুবভারতীর মতো ঘটনা কাতারে

এই প্রযুক্তি শরীরের ব্যথা কমানোর কাজ করে। সাধারণত নাসা এটি ব্যবহার করে থাকে। শুধু ব্যথা নয়, আঘাত পাওয়া জায়গায় রক্ত চলাচল স্বাভাবিক রাখা, ফোলা কমানো, ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন এবং ক্র্যাম্প কমতেও সাহায্য করে এই প্রযুক্তি।

এখানেই শেষ নয়। এর আরও উপকার রয়েছে। এটি ক্ষত স্থানে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে এবং হাড়ের সমস্যাও সারিয়ে তোলে। একটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বার্সেলোনাতেও নেইমার এই প্রযুক্তি ব্যবহার করেছিলেন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফিজিওথেরাপি দলের কাছেও এই প্রযুক্তি রয়েছে। তাই এই উন্নতমানের প্রক্রিয়া অবলম্বন করে দ্রুত মাঠে ফিরতে চান নেইমার। দেখার, নেইমারকে নকআউটে পাওয়া যায় কিনা!

বন্ধ করুন