শুভব্রত মুখার্জি: চলতি এফআইএইচ প্রো লিগে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলল ভারতীয় দল। দুটি ম্যাচেই তাদের ডিফেন্সের যা অবস্থা তা প্যারিস অলিম্পিক গেমসের আগে চিন্তা বাড়াবে ভারতের। প্রথম ম্যাচে কোনও রকমে আর্জেন্তিনার বিরুদ্ধে জিতেছিলেন হরমনপ্রীত সিংরা। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে অমীমাংসিত থাকার পরবর্তীতে ভারতীয় দল পেনাল্টি শুট আউটে হারিয়েছিল আর্জেন্তিনাকে। তবে বৃহস্পতিবার রাতে ভারতীয় ডিফেন্সের গলতিকে পুরোদমে কাজে লাগাল বেলজিয়াম দল। ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দিল তারা।
আরও পড়ুন… IPL 2024 Qualifier 2: বুদ্ধি না থাকলে প্রতিভা কোনও কাজে আসে না- রিয়ান পরাগের উপর চটলেন সুনীল গাভাসকর
আয়োজক বেলজিয়াম দল বরাবরের শক্ত গাঁট ভারতের কাছে। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা বেলজিয়ামের বিরুদ্ধে ভারতীয় দল সেইভাবে লড়াইটাই গড়ে তুলতে পারল না এদিন। এই ম্যাচে হারের ফলে জোর ধাক্কা খেল ভারত। তাদের ডিফেন্স ও বড়সড় প্রশ্নচিন্হের মুখে পড়ে গেল। এদিন ম্যাচে প্রথমে লিড নেয় বেলজিয়াম।দলনায়ক ফেলিক্স ডেনাইয়ার প্রথমে ম্যাচের ২২ তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় কোয়ার্টারে গোল করে বেলজিয়াম।
আরও পড়ুন… IPL 2024 Final-এ KKR-কে হারিয়েই হবে SRH-এর আসল সেলিব্রেশন: শাহবাজ আহমেদের হুঙ্কার
বিরতির পরে নিজেদের লিড দ্বিগুণ করে ফেলে বেলজিয়াম দল। অ্যালেকজান্ডার হেনড্রিক্স পেনাল্টি কর্ণার থেকে গোল করেন। ম্যাচের ৩৪ তম মিনিটে ২-০'তে এগিয়ে যায় বেলজিয়াম। বেলজিয়ামের হঠাৎ হঠাৎ আক্রমণে উঠে আসাকে সামাল দিতে হিমশিম খেতে হয় ভারতীয় ডিফেন্সকে। ৪৯ তম মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন সেড্রিক চার্লিয়ের। ভারত একটি গোল শোধ করতে সমর্থ হয়। গোল করেন নবীন স্ট্রাইকার অভিষেক। তিনি ভারতের হয়ে একটি ফিল্ড গোল করেন। তিনি ম্যাচের ফল ৩-১ করেন।
আরও পড়ুন… IPL 2024 RR vs SRH: ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? হারের কারণ তুলে ধরলেন সঞ্জু স্যামসন
তবে ম্যাচের শেষ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হেনড্রিক্স।ম্যাচে তিনি তাঁর দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন তিনি। এদিন প্রথম থেকেই ভারতীয় ডিফেন্স বেশ নড়বড়ে ছিল। অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশকে অনেক সময়ে একাই লড়তে হয় 'লাস্ট লাইন অফ ডিফেন্স ' হিসেবে। শনিবার ভারত ফের একবার বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচে ডিফেন্সের ভুল গুলো শুধরে নিতে চাইবেন দলনায়ক হরমনপ্রীত সিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।