শুভব্রত মুখার্জি:- প্যারিস অলিম্পিক গেমসের আসর বসতে আর বেশিদিন বাকি নেই। এই গেমসে খেলার বিষয়ে ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছে ভারতীয় পুরুষ হকি দল। তবে অলিম্পিক গেমসের আগে ভারতীয় পুরুষ হকি দলের পারফরম্যান্স কিন্তু ভারতীয় সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে না। চলতি এফআইএইচ প্রো লিগে হরমনপ্রীত সিংদের পারফরম্যান্স একেবারেই আশাপ্রদ নয়। একের পর এক ম্যাচে তারা বাজেভাবে হেরে চলেছে।বেলজিয়ামের কাছে হারের পরে তারা জার্মানিকে হারায় তারপর এবার তারা মুখোমুখি হয়েছিল গ্রেট ব্রিটেনের। সেই ম্যাচেও তাদেরকে হারতে হল বড় ব্যবধানে। ৩-১ ফলে ভারতকে হারিয়ে দিল ব্রিটেন।
আরও পড়ুন… T20 WC 2024-এর অভিযান শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি NZ- চিন্তায় কিউয়ি তারকা স্যান্টনার
কয়েকদিন আগেই এই প্রো লিগের বেলজিয়াম লেগ শেষ হয়েছে। এই লেগে ভারতীয় দলের পারফরম্যান্সে একেবারেই ধারাবাহিকতা ছিল না। এবার লন্ডন লেগে খেলছে ভারত। সেখানেও তাদের ধারাবাহিকতার অভাব স্পষ্ট। এই লেগের প্রথম ম্যাচে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছিল। ৩-০ ফলে জার্মানদের হারিয়েছিল তারা। তার ঠিক পরের ম্যাচেই গ্রেট ব্রিটেনের কাছে বাজেভাবে হারল তারা।
আরও পড়ুন… IPL 2024-এর পরে বড় পদক্ষেপ নিলেন রাহানে, এবার লেস্টারশায়ারের জার্সি পরে মাঠে নামবেন অজিঙ্কা
ম্যাচে ব্রিটেনের হয়ে জোড়া গোল করেন বানডুরাক নিকোলাস। ম্যাচের ২ মিনিটে তিনি প্রথম গোলটি করেন। এরপর ১১ তম মিনিটে করেন দ্বিতীয় গোলটি। আর ব্রিটেনের হয়ে শেষ গোলটি করেন কালনান। ম্যাচের ৪৭ তম মিনিটে এই গোলটি করেন তিনি। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অভিষেক। এটি ও একটি ফিল্ড গোল। ম্যাচের ৩৫ তম মিনিটে গোলটি করেন তিনি।
ম্যাচে ভারত আটটি পেনাল্টি কর্নার পায়। তবে তার থেকে একটিও গোল করতে পারেনি ভারতীয় দল। পাশাপাশি গ্রেট ব্রিটেনও পাঁচটি পেনাল্টি কর্নার পেয়েছিল। তার একটি থেকেও তারা গোল করে উঠতে পারেনি। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ভারত রয়েছে তিন নম্বরে। ব্রিটেন রয়েছে চার নম্বরে। এদিন প্রচন্ড গতিতে হকি খেলে ব্রিটেন। বিপুল পরিমাণ দর্শক এদিন মাঠে উপস্থিত ছিলেন।তাদের সামনে প্রথমেই ভারতে চাপে ফেলে এগিয়ে যায় ব্রিটেন। প্রথম কোয়ার্টারে তারা আরও একটি গোল করে। দ্বিতীয় কোয়ার্টারে আর কোনও গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ভারত একটি গোল শোধ করে ম্যাচে ফেরার আশা জাগায়। তবে চতুর্থ কোয়ার্টারের শুরুতেই আরও একটি গোল করে ভারতের বিরুদ্ধে ৩-১ গোলে জয় নিশ্চিত করে গ্রেট ব্রিটেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।