বাংলা নিউজ > ময়দান > T20I Record Fiji vs Samoa: টানা ১৯ ম্যাচে হারের পর জয়! T20I-তে সর্বকালীন লজ্জার রেকর্ডে ইতি টানল এই দ্বীপরাষ্ট্র

T20I Record Fiji vs Samoa: টানা ১৯ ম্যাচে হারের পর জয়! T20I-তে সর্বকালীন লজ্জার রেকর্ডে ইতি টানল এই দ্বীপরাষ্ট্র

প্রায় চার বছরের মাথায় ১৯ টি ম্যাচের পর অবশেষে জয়ের মুখ দেখল ফিজি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Cricket Fiji)

T20I Record Fiji vs Samoa: যে সামায়োকে হারিয়ে মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে ফিজি, সেই দলের বিরুদ্ধেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (২০১৯ সালের ৬ মে) খেলেছিলেন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র।

আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টিতে ২০১৯ সালে যাত্রাটা শুরু হয়েছিল। প্রায় চার বছরের মাথায় ১৯ টি ম্যাচের পর অবশেষে জয়ের মুখ দেখল ফিজি। আজ ২০ তম ম্যাচে সামোয়াকে নয় উইকেট হারিয়ে দিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র। সেইসঙ্গে জয় ছাড়া টানা সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচে হারের যে লজ্জার বহর ক্রমশ বাড়ছিল ফিজির, তাতে ইতি পড়ল।

মঙ্গলবার প্যাসিফিক আইল্যান্ডের উইমেন ক্রিকেট চ্যালেঞ্জের ম্যাচে রাজধানী সুভায় সামোয়ার বিরুদ্ধে নেমেছিল ফিজি। টসে জিতে ফিজি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরু থেকেই গোত্তা খেতে থাকে সামোয়া। নিয়মিত ব্যবধানে ফিজির বোলাররা উইকেট নিতে থাকায় সামোয়ার বড় কোনও জুটিই গড়ে ওঠেনি। শেষপর্যন্ত ২০ ওভারে নয় উইকেটে ৮৯ রান তোলে সামোয়া। 

প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র সামোয়ার হয়ে ১৫ রান করেন অধিনায়ক কোলোতিতা নোনু, ফ্লোরেন্স আগাইমালো এবং মাতিলে উইলায়ো। আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। তিনজন খাতাই খুলতে ব্যর্থ হন। অন্যদিকে, ফিজির হয়ে তিনটি উইকেট নেন রুসি মুরিয়ালো। চার ওভারে ১৭ রান দেন ফিজির বোলার। দুটি উইকেট নেন কারালাইনি ভাকুরুইভালু (তিন ওভারে ২২ রান)। একটি করে উইকেট পান ইলিসাপেকি ওয়াকাভকাটোগা এবং লাগাকালি লোমানি।

আরও পড়ুন: IND vs AUS Test: এটা কে কি আপনি টেস্ট ক্রিকেট বলবেন? মরা পিচ নিয়ে গাভাসকর-হেডেনের লড়াই

সেই স্বল্প পুঁজি রক্ষা করতে নেমে জমাট শুরু করে ফিজি। স্বল্প রানের তাড়া করতে নেমে মেরে খেলার দরকার ছিল না। সেটা করেননি ইলিসাপেকি এবং রুসিও। প্রথম উইকেটে তাঁরা ৫৫ রান যোগ করেন। নবম ওভারের শেষ বলে ১৯ রান (৩১ বল) করে ইলিসাপেকি আউট হয়ে গেলেও ফিজিকে টানতে থাকেন ফিজির অধিনায়ক রুসি এবং মেলাইয়া বিউ। শেষপর্যন্ত ২৫ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ফিজি। ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ফিজির অধিনায়ক এবং ১৮ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মেলাইয়া।

আরও পড়ুন: IND vs AUS: ৪০-৫০ করে আউট হওয়া কুরে কুরে খাচ্ছিল- ১২০৫ দিনের অপেক্ষা নিয়ে অকপট কোহলি

উল্লেখ্য, যে সামায়োকে হারিয়ে মহিলা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে ফিজি, সেই দলের বিরুদ্ধেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (২০১৯ সালের ৬ মে) খেলেছিলেন প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র। তারপর পাপুয়া নিউগিনি, জাপান, ইন্দোনেশিয়া, ভানুয়াতুর মতো দেশের কাছে হেরেছে। উল্লেখ্য, ২০২০ সাল এবং ২০২১ সালে অবশ্য কোনও আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টি ম্যাচে খেলেনি ফিজি। ২০২২ সালে ফের খেলতে শুরু করে। আর চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সোমবারই পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ১১৪ রানে হেরে গিয়েছিল ফিজি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন
Live Score