বাংলা নিউজ > ময়দান > ফাইনাল ও সেমিফাইনালের পুরস্কার মূল্য কমছে, উইম্বলডন কতৃপক্ষের নজিরবিহীন সিদ্ধান্ত

ফাইনাল ও সেমিফাইনালের পুরস্কার মূল্য কমছে, উইম্বলডন কতৃপক্ষের নজিরবিহীন সিদ্ধান্ত

উইম্বলডন কতৃপক্ষের নজিরবিহীন সিদ্ধান্ত (ছবি: টুইটার)

করোনার কারণে ক্রমতালিকার নিচের দিকে থাকা ক্রীড়াবিদরা আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই জন্য উইম্বলডন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আর্থিকভাবে তাদের সাবলম্বী করতে সাহায্য করা যায়।

শুভব্রত মুখার্জি: করোনাকালে বিভিন্ন পেশার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়াক্ষেত্রও। একাধিক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। অনেক প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেক ক্রীড়াবিদের রোজগারের জায়গায় টান ধরেছে। প্রতিষ্ঠিত ক্রীড়াবিদরা ছাড়া যেসব ক্রীড়াবিদ প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন অথবা সেভাবে প্রতিষ্ঠা পাননি তারা সকলেই আর্থিকভাবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২০ সালে করোনার ধাক্কাতে ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভাল না থাকায় উইম্বলডন আয়োজন করা সম্ভব হয়নি। তবে বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা গিয়েছিল।

তবে এবার তেমনটা হচ্ছে না। শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের আসর এবার বসতে চলেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে। আর করোনা আবহে এবার নতুন দৃষ্টান্ত স্থাপনের পথে উইম্বলডন। এই বছর করোনাতে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে পুরস্কার মূল্য কমে যাচ্ছে প্রতিটি বিভাগের সিঙ্গলসের সেমিফাইনাল পর্যায় থেকে। ফলে যে অর্থটি অতিরিক্ত হচ্ছে তা যোগ্যতা অর্জন পর্ব থেকে বাকি পর্যায়গুলিতে পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হচ্ছে। ফলে ওই পর্যায় গুলিতে বাড়ছে পুরস্কারমূল্য। করোনার কারণে ক্রমতালিকার নিচের দিকে থাকা ক্রীড়াবিদরা আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই কারণে উইম্বলডন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আর্থিকভাবে তাদের সাবলম্বী করতে সাহায্য করা যায়।

২০১৯ সালে সেমিফাইনাল পর্যায় থেকে যে পুরস্কার মূল্য ছিল, এবার তার থেকে ৫.২ শতাংশ কমানো হয়েছে। চ্যাম্পিয়ন ক্রীড়াবিদদের পুরস্কার মূল্যের ক্ষেত্রে সবথেকে বড় কোপ পড়েছে। তাঁদের পুরস্কার মূল্য কমছে ২৭.৬৫ শতাংশ। যোগ্যতা অর্জন পর্বে যাঁরা খেলবেন, তাঁদের টাকা সবথেকে বেশি অর্থাৎ ১৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে অল ইংল্যান্ড ক্লাব। তারা তাদের এক বিবৃতিতে জানিয়েছে 'প্রতিযোগিতার শুরুর দিকের রাউন্ডগুলোতে যাতে যেসব ক্রীড়াবিদরা খেলবেন তাদের পাশে থাকার লক্ষ্যে এবং তাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করার লক্ষ্যে নিয়ে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সেটাই এবার উইম্বলডনের মূল উদ্দেশ্য।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি কালীঘাট-বেলুড়মঠ, কাশী-বৈদ্যনাথধামের পর্যটনে জোর দিতে ৬ নয়া বন্দে ভারত, রইল রুট অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের ব়্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ভারতীয় দলে ধোনির প্রথম দিন গুলো কেমন ছিল? মাহির অজানা গল্প বললেন আকাশ চোপড়া ৫দিনের টেস্টে ১ বলও গড়ায়নি! তাই পরের সিরিজের প্রস্তুতি সেড়েছেন কিউয়ি-আফগান দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.