শুভব্রত মুখার্জি: করোনাকালে বিভিন্ন পেশার মতন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রীড়াক্ষেত্রও। একাধিক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। অনেক প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে। ফলে অনেক ক্রীড়াবিদের রোজগারের জায়গায় টান ধরেছে। প্রতিষ্ঠিত ক্রীড়াবিদরা ছাড়া যেসব ক্রীড়াবিদ প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন অথবা সেভাবে প্রতিষ্ঠা পাননি তারা সকলেই আর্থিকভাবে ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২০ সালে করোনার ধাক্কাতে ইংল্যান্ডের অবস্থা খুব একটা ভাল না থাকায় উইম্বলডন আয়োজন করা সম্ভব হয়নি। তবে বাকি তিনটি গ্র্যান্ড স্ল্যাম আয়োজন করা গিয়েছিল।
তবে এবার তেমনটা হচ্ছে না। শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টের আসর এবার বসতে চলেছে অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবে। আর করোনা আবহে এবার নতুন দৃষ্টান্ত স্থাপনের পথে উইম্বলডন। এই বছর করোনাতে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদদের আর্থিক বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে পুরস্কার মূল্য কমে যাচ্ছে প্রতিটি বিভাগের সিঙ্গলসের সেমিফাইনাল পর্যায় থেকে। ফলে যে অর্থটি অতিরিক্ত হচ্ছে তা যোগ্যতা অর্জন পর্ব থেকে বাকি পর্যায়গুলিতে পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হচ্ছে। ফলে ওই পর্যায় গুলিতে বাড়ছে পুরস্কারমূল্য। করোনার কারণে ক্রমতালিকার নিচের দিকে থাকা ক্রীড়াবিদরা আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই কারণে উইম্বলডন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে আর্থিকভাবে তাদের সাবলম্বী করতে সাহায্য করা যায়।
২০১৯ সালে সেমিফাইনাল পর্যায় থেকে যে পুরস্কার মূল্য ছিল, এবার তার থেকে ৫.২ শতাংশ কমানো হয়েছে। চ্যাম্পিয়ন ক্রীড়াবিদদের পুরস্কার মূল্যের ক্ষেত্রে সবথেকে বড় কোপ পড়েছে। তাঁদের পুরস্কার মূল্য কমছে ২৭.৬৫ শতাংশ। যোগ্যতা অর্জন পর্বে যাঁরা খেলবেন, তাঁদের টাকা সবথেকে বেশি অর্থাৎ ১৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছে অল ইংল্যান্ড ক্লাব। তারা তাদের এক বিবৃতিতে জানিয়েছে 'প্রতিযোগিতার শুরুর দিকের রাউন্ডগুলোতে যাতে যেসব ক্রীড়াবিদরা খেলবেন তাদের পাশে থাকার লক্ষ্যে এবং তাদের আর্থিক দিক দিয়ে সাহায্য করার লক্ষ্যে নিয়ে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সেটাই এবার উইম্বলডনের মূল উদ্দেশ্য।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।