ICC T20 WC 2022 -এর শুরুটা অস্ট্রেলিয়ার খুব একটা ভালো হয়নি। সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর, সুপার 12-এর আগে ভারত এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছিল। যেটিতে টিম ইন্ডিয়া শেষ ওভারে ম্যাচ জেতে। প্রথমে ব্যাট করে ক্যাঙ্গারুদের সামনে ভারত ১৮৭ রানের লক্ষ্য রেখেছিল। যা তাড়া করতে গিয়ে ৭ রানে মিস করে অস্ট্রেলিয়া। একইসঙ্গে ভারতের বিরুদ্ধে এই রোমাঞ্চকর ম্যাচ হারের পর বড় ধরনের বক্তব্য দিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
অ্যারন ফিঞ্চ বলেন, ‘শেষ ৩-৪ ওভারে আমরা রান তাড়া করতে পারিনি। বোলিং ভালো ছিল, ব্যাট হাতেও বেশ কিছু রান পেয়ে খুশি হয়েছি। রিচার্ডসন দুর্দান্ত ছিলেন, ফাস্ট বোলিং বিভাগে আমাদের গভীরতা রয়েছে। জাম্পা এবং আগরও দুর্দান্ত ছিল। নিউজিল্যান্ডের ম্যাচের জন্য অপেক্ষা করা যাচ্ছে না। কিছু স্নায়ুর চাপ থাকবে তবে উত্তেজনাপূর্ণ হওয়া উচিত।’
আরও পড়ুন… পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে- ভারতকে জিতিয়ে ভক্তদের কী বার্তা দিলেন মহম্মদ শামি?
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৬ রানে হেরে বড় বায়না করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিজের ফর্ম নিয়ে বড় প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি তার দলের দুর্বলতা কোথায় সেটাও দেখিয়েছেন। ম্যাচের পরে অ্যারন ফিঞ্চ বলেন, ‘আমরা শিখেছি যে শেষ ওভারে আমাদের আরও সহজ হতে হবে কারণ আমরা শেষ পর্যন্ত প্রত্যাশার মতো পারফরম্যান্স করতে পারিনি। আমরা কেএল-এর দুর্দান্ত শুরুর পরে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে পেরেছিলাম। আমি আমার ফর্ম নিয়ে খুশি।’
অ্যারন ফিঞ্চ তার বিবৃতিতে দলের ফাস্ট বোলার কেন রিচার্ডসনের প্রশংসা করেছেন। তিনি বলেন, কেন অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পেলেই ভালো পারফর্ম করেন। আমাদের জানিয়ে দেওয়া যাক যে কেন রিচার্ডসন ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তার চার ওভারের কোটায় ৭.৫০ এর ভালো ইকোনমি রেটে ৩০ রান দিয়ে চারটি মূল্যবান উইকেট নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে রিচার্ডসনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তার দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আরও পড়ুন… T20 WC এর মাঝেই ODI দলের নেতার নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া, বড় ধাক্কা খেলেন ওয়ার্নার
অ্যারন ফিঞ্চ বলেন, ‘সে দারুণ (কেন রিচার্ডসনের ক্ষেত্রে), অস্ট্রেলিয়ার হয়ে সে যখনই সুযোগ পায় না কেন তখন সে পারফর্ম করেছে। যা আমাদের ফাস্ট বোলিং ইউনিটের গভীরতাকে দেখায়। ২২ অক্টোবর একটি দুর্দান্ত দিন হবে, আমরা একটি জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা সবসময়ই বিশেষ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।