বাংলা নিউজ > ময়দান > হিটম্যানের গ্যারেজে কোটি টাকার গাড়ি! জেনে নিন ক্যাপ্টেন রোহিতের নতুন গাড়ির নাম, দাম ও রঙ

হিটম্যানের গ্যারেজে কোটি টাকার গাড়ি! জেনে নিন ক্যাপ্টেন রোহিতের নতুন গাড়ির নাম, দাম ও রঙ

হিটম্যানের গ্যারেজে কোটি টাকার গাড়ি! (ছবি:ইনস্টাগ্রাম)

রোহিত শর্মার গ্যারেজে আসছে ৩.১০ কোটি টাকার নীল রঙের ‘ল্যাম্বরগিনি উরুস’! 

ভারতীয় দলের পূর্ণদায়িত্ব প্রাপ্ত অধিনায়ক হওয়ার পর থেকেই দারুণ ছন্দে রয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে রোহিতের ছেলেরা। এবার ভারত-শ্রীলঙ্কার বিরুদ্ধে জোড়া টেস্ট খেলতে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে তার আগে রোহিতের গ্যারেজে এসেছে নতুন অতিথি। এবার টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজেকে ল্যাম্বরগিনি উরুস উপহার দিলেন। বিভিন্ন সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে এই গাড়ির দাম প্রায় ৩.১০ কোটি টাকা। 

‘হিটম্যান’-এর সদ্য ঘরে আনা ল্যাম্বরগিনি উরুস গাড়িটি তারকাদের অত্যন্ত প্রিয় একটি গাড়ি। কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের কাছেও রয়েছে ল্যাম্বরগিনি উরুস। রোহিতের প্রিয় নীল রঙ, তাই তিনি এই রঙের গাড়িই পছন্দ করেন রোহিত। শোনা যাচ্ছে রোহিত শর্মার ল্যাম্বরগিনিটিও নীল এলিওস মেটালিক রঙের। ভারতীয় দলের জার্সির সঙ্গে সামঞ্জস্য রয়েছে এই রঙের। 

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের গ্যারেজে আগে থেকেই রয়েছে কোটি কোটি টাকার বিভিন্ন গাড়ি। সেখানে রয়েছে স্পোর্টস কার বিএমডব্লিউ এমফাইভ মডেলের ফর্মুলা ওয়ান সংস্করণ থেকে লাক্সারি কমপ্যাক্ট এসইউভি বিএমডব্লিউ এক্সথ্রি। তার গ্যারেজে রয়েছে এসইউভি মার্সিডিজ জিএলসএস থ্রিফিফটিডি ও মিড সাইজ এসইউভি টয়োটা ফর্চুনার। মিড সাইজ সিডান স্কোডা লওরার রয়েছে রোহিতের গ্যারেজে। তবে সেই তালিকায় এবার যুক্ত হল নীল এলিওস মেটালিক রঙের ল্যাম্বরগিনি উরুস। রণবীর সিং, কার্তিক আরিয়ান সহ রোহিত শেট্টিদের কাছেও রয়েছে কোটি দামের এই ল্যাম্বরগিনি উরুস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন