টোকিও-তে আবার নতুন চ্যালেঞ্জ ভারতের সামনে। প্যারালিম্পিক্সে যোগ দিতে ভারতীয় প্রতিযোগীদের একটা দল বুধবার পৌঁছে গেল টোকিও-তে। ২৪ অগস্ট থেকে টোকিও-তে প্যারালিম্পিক্সের আসর বসতে চলেছে।
ভারতের মোট ৫৪ জন প্রতিযোগী অংশ নিচ্ছে টোকিও প্যারালিম্পিক্সে। ৯টি ইভেন্ট থেকে প্রতিযোগীরা অংশ নিতে চলেছেন। প্রথম বার ভারত থেকে এত জন প্রতিযোগী প্যারালিম্পিক্সে অংশ নিতে চলেছেন।
প্যারালিম্পিক্সে অংশ নিতে ভারতীয় প্রতিযোগীদের প্রথম দল বুধবার ভোরে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তার্জাতিক বিমানবন্দর থেকে টোকিও-র উদ্দেশ্যে রওনা দেয়। টোকিও উড়ে যাওয়ার আগে জ্যাভলিন থ্রোয়ার টেক চাঁদ বলেছেন, ‘পদক জেতার জন্য আমি আমার সেরাটাই দেব। যথাসাধ্য চেষ্টা করব। কিছু বাধা ছিল, কিন্তু এটা জীবনেরই অঙ্গ। আমি সেগুলো কাটিয়ে উঠেছি। আজ (বুধবার) আমি দেশের হয়ে খেলতে যাচ্ছি।’
প্যারা অলিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়ার (পিসিআই) সভাপতি দীপা মালিক আবার এএনআই-এর কাছে দাবি করেছেন, ভারতীয় অ্যাথলিটরা দারুণ ছন্দে রয়েছেন। তাঁর বক্তব্য, ‘ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শুভেচ্ছা পাঠিয়েছেন। এতে আমি সত্যি খুব খুশি। আমি একেবারে একটা আলাদা ভূমিকায় রয়েছি। কারণ এই বছর আমি খেলছি না। কিন্তু প্যারা-অ্যাথলিটদের সঙ্গে কাজ করার অনুভূতিটাই আলাদা। দলটা দারুণ ফর্মে রয়েছে। আমি গেমসে অংশ গ্রহণকারী সব অ্যাথলিটদের শুভ কামনা জানাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।