আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাবে ভারত। ৭ জুন থেকে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম দেশ হিসাবে ভারত দুইবার ফাইনালে উঠে নজির সৃষ্টি করেছে। তবে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অর্থাৎ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির নেতৃত্বাধীন দল হেরে যায়। সেই দলের সদস্য ছিলেন শুভমন গিল। এই ফাইনালেও তিনি দলে জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে শুভমান গিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে যাওয়ায় তিনি ইতিবাচক দিক দেখছেন।
শুভমন গিল বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ। ২০২৩ সালে অসাধারণভাবে শুরু করেছেন তিনি। ক্রিকেটের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে একদিনের ক্রিকেটে করেছেন দ্বিশতরান। নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। তাঁর আইপিএল দল গুজরাট টাইটানসের হয়ে এখনও পর্যন্ত করেছেন ৩৩৯ রান। এর মধ্যে অর্ধশত রানও রয়েছে। সবমিলিয়ে শুভমনের জন্য এই বছর বেশ ভালোই যাচ্ছে এখনও পর্যন্ত। আইপিএলের সঙ্গে সঙ্গে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকেও নজর রেখেছেন তা তাঁর বক্তব্যে স্পষ্ট।
আইপিএলের মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমার মনে হয় ওই পাঁচটা দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা টিম হিসেবে বিগত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। এমনকী গতবারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা ভালো খেলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ম্যাচ আমাদের পক্ষে যায়নি। এই হার আমাদের অনেক কিছু শিখিয়েছে। যা আমাদের অনুপ্রাণিত করবে। আমি ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বছরে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে শুভমন বিশেষ কিছু করতে পারেননি। ২ ইনিংস মিলিয়ে করেছিলেন মাত্র ৩৬ রান। বিরাট কোহলির নেতৃত্বাধীন সেই দল নিউজিল্যান্ডকে মাত্র ১৩৯ রানের টার্গেট দেয়। সেই রান তুলতে নিউজিল্যান্ডকে বিশেষ বেগ পেতে হয়নি। ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। এই বছর ফাইনালে দুই দল নামার আগে নিজেদের মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি খেলেছে। অল্প সময়ের ব্যবধানে দুটি দল মুখোমুখি হওয়ায় খেলা যে একতরফা হবে না তা মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে ভারত দ্বিতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার অতিরিক্ত সুবিধা ভোগ করবে বলে মনে করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।