ছেলেদের বিশ্বসেরা টেনিস তারকা সিনারের নাম জড়িয়ে গিয়েছিল ডোপিংয়ের সঙ্গে। যদিও সেই অভিযোগ থেকে বেরিয়ে আসেন তিনি। এবার একই রকম অভিযোগ উঠল পাঁচ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মহিলা টেনিস তারকা ইগা শিয়নটেকের বিরুদ্ধে। যদিও তিনি অভিযোগের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারেননি। বরং দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মুখে পড়তে হয় পোল্যান্ডের টেনিস তারকাকে।
আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিইএ) বৃহস্পতিবার ঘোষণা করে যে, ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা শিয়নটেককে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর শরীরে নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন পাওয়া গিয়েছে।
শিয়নটেক গত অগস্টে প্রতিযোগিতার বাইরে ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হন। আইটিইএ-র কাছে ডোপ টেস্টে ফেল করার যে কারণ উল্লেখ করেন শিয়নটেক, তা গ্রহণযোগ্য মনে হয় সংস্থার। বিষয়টি যে অনিচ্ছাকৃত ছিল এবং এটি একটি নন-প্রেসক্রিপশন ওষুধ নেওয়ার কারণে ঘটেছিল তা স্পষ্ট হয়ে যায়। মেলাটোনিন নামক ওষুধ, যা শিয়নটেক জেট ল্যাগ কাটাতে এবং ঘুমের সমস্যার জন্য গ্রহণ করছিলেন, তাতেই ছিল এই নিষিদ্ধ ড্রাগ।
সাম্প্রতিক সময়ে এটি টেনিসের দ্বিতীয় হাই-প্রোফাইল ডোপিং কেস। গত মার্চ মাসে সিনার স্টেরয়েডের জন্য দুটি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন এবং ইউএস ওপেন শুরুর ঠিক আগে আগস্টে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, যেখানে তিনি মরশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন।
পোল্যান্ডের ২৩ বছর বয়সী শিয়নটেক গত দুই মরশুমের বেশিরভাগ সময় ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকলেও এখন আছেন দুই নম্বরে। তিনি তাঁর পঞ্চম মেজর চ্যাম্পিয়নশিপ হিসেবে জুনে ফরাসি ওপেন জেতেন এবং অগস্টের শুরুতে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন।
বুধবার ডোপিং বিরোধী নিয়ম ভঙ্গের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে শাস্তি মেনে নেন শিয়নটেক। ইতিমধ্যেই ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ফলে যুক্তরাষ্ট্র ওপেন পরবর্তী সময়ে তিনটি টুর্নামেন্ট মিস করেছেন শিয়নটেক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।