বাংলা নিউজ > ময়দান > ৫টি করে ছক্কা আর চার হাঁকিয়ে করলেন ঝড়ো ৭১, ৩৪ বল বাকি থাকতে ৯উইকেটে খুলনাকে জেতালেন ফ্লেচার

৫টি করে ছক্কা আর চার হাঁকিয়ে করলেন ঝড়ো ৭১, ৩৪ বল বাকি থাকতে ৯উইকেটে খুলনাকে জেতালেন ফ্লেচার

বিধ্বংসী মেজাজে পাওয়া গেল আন্দ্রে ফ্লেচারকে।

খুলনা টাইগার্স ৬ ম্যাচ খেলে ৩টিতে জিতল। আর তারা হেরেছে তিনটি ম্যাচে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চারে উঠে এল খুলনা।

বিপিএলে সিলেট সানরাইজার্সের বিরুদ্ধে একেবারে ঝড় তুললেন আন্দ্রে ফ্লেচার। তাঁর ৪৭ বলে বিধ্বংসী ৭১ রানের সুবাদে ৩৪ বল বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নিল খুলনা টাইগার্স। ফ্লেচারের ৭১ রানের ইনিংসে ৫টি করে ছক্কা এবং চার রয়েছে।

বৃহস্পতিবার টসে জিতে সিলেটকে ব্যাট করতে পাঠিয়েছিল খুলনা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান করে সিলেট সানরাইজার্স। সিলেটের মহম্মদ মিঠুন ৫১ বলে ৭২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। মিঠুনের এই ইনিংসে ৬টি চার এবং চারটি ছয় রয়েছে। এ ছাড়া অধিনায়ক মোসাদেক হোসেন ৩০ বলে ৩৪ রান করেছেন। বাকিরা অবশ্য কেউই দুই অঙ্কের গণ্ডি টপকাতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচার। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন আর এক ওপেনার সৌম্য সরকার। সৌম্য অবশ্য ৩১ বলে ৪৩ রান করে আউট হয়ে যান। থিসারা পেরেরা তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ঝড়ো ২২ রান করেন। সেই সঙ্গে ফ্লেচারের অপরাজিত ৭১ রান তো রয়েছেই। ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৪ করে খুলনা।

এই ম্যাচে ৯ উইকেটে জয়ের ফলে পায়ের তলায় কিছুটা জমি পেল খুলনা। ৬ ম্যাচের মধ্যে তারা ৩টিতে জিতল। আর হেরেছে তিনটিতে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা লিগ তালিকার চারে উঠে এল। এ দিকে সিলেট ৫ ম্যাচ  খেলে মাত্র ১টিতে জিতেছে। বাকি চারটি ম্যাচ তারা হেরেছে। ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার লাস্টবয় সিলেট সানরাইজার্স।

বন্ধ করুন