বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ
ফুটবলের মহারণ
home
ভিডিয়ো: ফুটবল মাঠে ১০০ জনেরও বেশি মৃত্যু! কী কারণে এমনটা ঘটল? শুরু হল তদন্ত
Updated: 03 Dec 2024, 07:37 AM IST লেখক Sanjib Halderফুটবল মাঠে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যদিও ঘটনাটাটি ভারতের নয়, তবু এই ছবি বিশ্ব ফুটবলকে আতঙ্কিত করে দিয়েছে। আফ্রিকার দেশ দক্ষিণ গিনিতে ফুটবল ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে বহু মানুষ। আনুমানিক ১০০ জনেরও বেশি নিজের প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল
Updated: 02 Dec 2024, 09:58 PM IST লেখক Sanjib HalderEast Bengal Big move: ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটি সাংবাদিক সম্মোলনের আয়োজন করা হয়েছিল। সেখানে ক্লাব কর্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সেখানেই ক্লাব কর্তারা তাদের পরবর্তী নানা পদক্ষেপের কথা বলেন।
‘মানবিক কলকাতা’, বাংলাদেশে ফিরল প্রাক্তন ফুটবলারের কফিন বন্দি দেহ
Updated: 02 Dec 2024, 09:22 PM ISTকোলন ক্যান্সারের কেমো নিতে এসে মৃত্যু হয় ও-পার বাংলার ফুটবলার নাফিজুর রহমানের। এরপর স্থানীয় বাসিন্দা সাহিনুর রহমানের উদ্যোগে দেহ ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশে। অসহায় নাফিজুরের চিকিৎসার ৫ লক্ষ ৮০ হাজার টাকা মুকুব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।