বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ
ফুটবলের মহারণ
home
অনুশীলন শুরু মহামেডান ফুটবলারদের, এখনও অব্যাহত ডামাডোল; বিক্ষোভ ক্লাব তাঁবুতে!
Updated: 24 Jan 2025, 04:20 PM ISTমহামেডান ক্লাবে ফুটবলারদের বেতন সমস্যা সমাধানের পথে। খুব তাড়াতাড়ি বিনিয়োগকারী সংস্থার হাতে শেয়ার তুলে দেওয়া হবে বলে জানান ক্লাব সভাপতি। বৃহস্পতিবার বিকেলে ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখালেন সমর্থকরা।
সাদিকুর লাল কার্ড বদলে গেল হলুদে, ‘ভুল সিদ্ধান্ত রেফারির’ মেনে নিল ফেডারেশন
Updated: 22 Jan 2025, 05:23 PM ISTইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন এফসি গোয়ার ফুটবলার আর্মান্দো সাদিকু। বিষয়টি নিয়ে AIFF-এর ডিসিপ্লিনারি কমিটির দ্বারস্থ হয়েছিল তারা। এফসি গোয়ার দাবিকে মান্যতা দেওয়া হয় ফেডারেশনের তরফে। সাদিকুর লাল কার্ড বদলে যায় হলুদ কার্ডে।