বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ

ফুটবলের মহারণ

শক্ত গ্রুপে ভারত। ছবি- টুইটার।

‘AFC এশিয়ান কাপের’ কঠিন গ্রুপে ভারত, লড়তে হবে গতবারের চ্যাম্পিয়ন জাপানের সঙ্গে

AFC U-17 Asian Cup 2023: ঘোষিত হল গ্রুপ বিভাগ। দেখে নিন ভারতকে গ্রুপে আর কোন কোন দলের সঙ্গে লড়াই চালাতে হবে।

অবাক গোল চিলির ফুটবল লিগে। ছবি- টুইটার।

এটাই কি ফুটবলের ইতিহাসের সর্বাধিক দূরত্বের গোল? নাম উঠতে পারে গিনেসে!- ভিডিয়ো

চিলির ফুটবল লিগে অবাক গোল আর্জেন্তাইন গোলকিপার লিয়ান্দ্রো রিকুইনার।

ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ (ছবি:আইএএনএস)

এশিয়ান কাপের পরই ভারতীয় ফুটবল দলের কোচের পদ ছাড়বেন স্টিমাচ

আগামী বছর জানুয়ারিতে দোহায় অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান কাপ। আর সেই টুর্নামেন্টের পরই সুনীল ছেত্রীদের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন ইগর স্টিমাচ। এমনটাই জানিয়েছেন তিনি। 

দেশের হয়ে শততম গোল করলেন মেসি। ছবি- এএফপি 

কুরাসাওয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করে দেশের হয়ে শততম গোলের রেকর্ড গড়লেন মেসি

কুরাসাওকে ০-৭ গোলে হারানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন লিওনেল মেসি। এই ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। সেই সঙ্গে দেশের জার্সিতে শততম গোলের রেকর্ড গড়লেন মেসি। 

জয়ের পর সেলিব্রেশন উজবেকিস্তান মহিলা ফুটবল দলের। 

ইঞ্জুরি টাইমে গোল হজম করে উজবেকিস্তানের কাছে হার ভারতীয় মহিলাদের

ফ্রেন্ডলি ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয় ভারতীয় মহিলা ফুটবল দল। আর সেই ম্যাচে উজবেকিস্তান ভারতীয় মহিলা দলকে ৩-২ ব্যবধানে হারাল। 

কিরঘিজস্তানকে ০-২ ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল ভারত (ছবি:এআইএফএফ)

সন্দেশ-সুনীলের গোল, কিরঘিজস্তানকে দুই গোলে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল ভারত

ইম্ফলে আয়োজিত চলতি ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। হিরো ত্রিদেশীয় সিরিজ ফুটবল টুর্নামেন্টে সাফল্য পেল ভারতীয় দল। ইম্ফলে খুমান লাম্পাক স্টেডিয়ামে ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা কিরঘিজস্তানের বিরুদ্ধে খেলে ২-০ গোলে জয় পেল ভারত।

২০২৬ এবং ২০৩০ বিশ্বকাপে ফুটবলার ছাড়তে ক্লাবগুলোকে ৭০ শতাংশ বেশি ক্ষতিপূরণ দেবে ফিফা।

2026 এবং 2030 WC-এ ফুটবলার ছাড়তে ক্লাবগুলোকে ৭০ শতাংশ বেশি ক্ষতিপূরণ দেবে FIFA

ফিফার তরফে সোমবারেই এই ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণা করা হয়েছে। যেখানে ক্লাবগুলোকে ফুটবলার ছাড়তে ফিফার তরফে মোট ৩৫৫ মিলিয়ন ডলার অর্থ ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে! এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপে ধার্য হওয়া ক্ষতিপূরণের অঙ্কের তুলনায় যা অনেকটাই বেশি।

মনবীর সিং।

চোটের কবলে মনবীর সিং,কিরঘিজস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন সাহাল সামাদ

চোটগ্রস্ত মনবীর সিংয়ের জায়গায় দলে কভার হিসেবে নেওয়া হয়েছে সাহাল আব্দুল সামাদকে। কিরঘিজস্তান ম্যাচের আগেই তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন।

লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে (ছবি-টুইটার)

মেসিকে ছাড়ার প্রশ্নই নেই, থাকবেন এমবাপেও, প্রতিজ্ঞা করলেন PSG-র সভাপতি

নাসের আল খেলাইফি পিএসজি সমর্থকদের আশ্বস্ত করেছেন এবং তিনি ক্লাবের সমর্থকদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, ক্লাব তাদের সুপারস্টারদের জন্য নতুন চুক্তি সুরক্ষিত করার চেষ্টা করার জন্য কোনও রকম তাড়াহুড়ো কিংবা ভুল করবে না।

ভারতীয় অনুশীলনে সুনীল ছেত্রী, কোচ ইগর স্টিমাচ ও সন্দেশ ঝিঙ্গান। ছবি- টুইটার (@IndianFootball)।

সুনীলে আস্থা রেখেও শিবশক্তিকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন স্টিমাচ

আগামী বছর জানুয়ারিতে দোহায় বসতে চলেছে এশিয়ান কাপের আসর। আর সেই টুর্নামেন্টের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Euro Qualifier: আগুনে মেজাজে রোনাল্ডো, ৬-০ জয় পর্তুগালের,জিতল ইংল্যান্ড, ইতালিও

লাক্সেমবার্গের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৬-০ গোলে জয় ছিনিয়ে নিলেন রোনাল্ডোরা। জোড়া গোল করেন সিআরসেভেন। এ দিকে মাল্টাকে ২-০ হারিয়েছে ইতালিও। গোল করেন মাতেও রেতেগুই এবং মাতেও পেসিনা। ছুটছে ইংল্যান্ডের জয় রথও। ইংল্যান্ড ফের জয় ছিনিয়ে নিয়েছে। ২-০ গোলে তারা হারিয়েছে ইউক্রেনকে।

লিওনেল মেসি (ছবি-এপি)

পরের মরশুমে PSG বা বার্সার হয়ে খেলতে পারবেন না মেসি- লা লিগা সভাপতির বড় মন্তব্য

লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী মরশুমে লিওনেল মেসির স্প্যানিশ লিগে ফেরার সম্ভাবনা বিরল। বার্সেলোনার আর্থিক অবস্থার ব্যতিক্রমী উন্নতি না হলে সেটা সম্ভব নয়। তেবাস বলেছেন মেসি বার্সাতে না পৌঁছালেও তিনি পিএসজিতে থাকতে পারবেন না।

বৈঠকের পর ইমামির কর্তারা। ছবি- টুইটার 

১০-১৫ দিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইমামি ইস্টবেঙ্গল

সব ঠিক ঠাক থাকলে আর ১০-১৫ দিনের মধ্যেই ইস্টবেঙ্গলের নতুন কোচের নাম ঘোষণা করতে চলেছে ইমামি। এদিন বৈঠক শেষে এমনটাই জানান ইমামির কর্তারা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করতে গিয়ে ফুটবলারের লিগামেন্ট ছিঁড়ল (ছবি-টুইটার)

সাবধান সিরাজ! রোনাল্ডোর সিউ সেলিব্রেশন করতে গিয়ে ফুটবলারের লিগামেন্ট ছিঁড়ল

বর্তমানে ক্রীড়াক্ষেত্রে অনেকেই নিজের লক্ষ্যে সফল হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মত সিউ সেলিব্রেশন করতে চান। যার সব থেকে বড় উদাহরণ হলেন মহম্মদ সিরাজ। উইকেট নেওয়ার পরে তিনি সব সময় রোনাল্ডোর মতো সিউ সেলিব্রেশন করেন। তবে মহম্মদ শামি তাঁকে এটি করতে মানা করেছেন।

সাক্ষাৎকার দিচ্ছেন হুইলেন বারবিয়েরি (ছবি-টুইটার)

শরীর খারাপের বাহানা করে মেসির ম্যাচ দেখতে গিয়ে চাকরি হারালেন তরুণী

অসুস্থতার মিথ্যা অজুহাত দেখানোর কথা জানিয়েছিলেন বারবিয়েরি। ব্যস, তারপরই চাকরি হারাতে হল তাঁকে। আসলে মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সেলিব্রেশন মিস করতে চাননি বারবিয়েরি। তাই নিজ অফিসে অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে হুইলেন বারবিয়েরি ছুটে গিয়েছিলেন মনুমেন্তাল স্টেডিয়ামে।

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই বাজিমাত কিলিয়ান এমবাপের।

জোড়া গোল এমবাপের, ডাচেদের উড়িয়ে দিল ফ্রান্স, লুকাকুর হ্যাটট্রিক, জিতল বেলজিয়াম

এমবাপের জোড়া গোলের হাত ধরে বড় জয় ছিনিয়ে নিল ফ্রান্স। নেদারল্যান্ডসকে ৪-০ হারাল দেশঁর দল। এ দিকে সুইডেনের বিরুদ্ধে ৩-০ জয় ছিনিয়ে নিয়েছে বেলজিয়াম। তিনটি গোলই লুকাকুর। 

মোহনবাগান সচিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ইস্টবেঙ্গল কর্তারা।

লাল-হলুদের বিক্ষোভ ঘিরে ঝামেলা শুরু ২ প্রধানে,বাগান সচিবের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ

ইমামি হাউজের সামনে ইস্টবেঙ্গল সমর্থকেরা যে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই ভিডিয়ো নাকি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত পাঠান ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম ডিরেক্টর আদিত্য আগারওয়ালকে। শুধু তাই নয়, তিনি নাকি আদিত্য় আগরওয়ালকে ছবি, ভিডিয়ো সহ লিখেছেন, বিক্ষোভকারীরা ‘নীতু-বাহিনীর’। আর এর পরেই যেন আগুনে ঘি পড়েছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইউনাইটেডে দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই পরিস্থিতি খারাপ ছিল- অকপট রোনাল্ডো

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলা চলছিল। যার পরিণতি, ম্যান ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে ইতি টানতে বাধ্য হন সিআরসেভেন। কাতার বিশ্বকাপের পরে তিনি যোগ দেন আল নাসেরে।

সমস্যায় বার্সেলোনা।

রেফারিকে ঘুষ- সমস্যায় মেসির প্রাক্তন ক্লাব, বার্সার বিরুদ্ধে তদন্তে উয়েফা

অর্থের বিনিময়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে নড়েচড়ে বসেছে উয়েফা। ঘটনা খতিয়ে দেখতে এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি পরিদর্শক নিয়োগ করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Open in App