পিএসজির জার্সি গায়ে শেষবারের মতো মাঠে নামলেন লিওনেল মেসি। তবে শেষটা ভালো হল না মেসির। লিগ শিরোপা জিতলেও জয় দিয়ে পিএসজি অধ্যায়ের শেষ করতে পারলেন না আর্জেন্তিনার সুপার স্টার। ক্লেরেমন্টের কাছে হেরে গেছে পিএসজি। ফলে পিএসজি-র জার্সিতে মেসির শেষ ম্যাচটা মেসিভক্তদের মনের মতো হল না।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ক্লাব আল হিলালেই যাচ্ছেন মেসি। আনুষ্ঠানিক ঘোষণাও হবে খুব শীঘ্রই। ৬ জুন মেসির সইয়ের বিষয়ে নাকি আনুষ্ঠানিক ঘোষণা করবে আল হিলাল। আর্জেন্তাইন তারকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে সৌদি আরবের ক্লাব।
ইস্টবেঙ্গল দল গড়তে শুরু করলেও, এখনও পর্যন্ত বড় কোনও নাম ঘোষণা করেননি। বিভিন্ন দল নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে। কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দীর্ঘমেয়াদী কিছু চুক্তির বাইরে নতুন মরশুমের জন্য কোনও ফুটবলারের নাম ঘোষণা করেনি।
ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজেই ছিলেন কামিংস। ২০ মিনিটেই প্রথম গোল করেন তিনি। তার পরে খেলা যত গড়িয়েছে, কামিংস আরও বেশি ঝড়ের গতি বাড়িয়েছেন। এ দিনের হ্যাটট্রিকের পাশাপাশি এক মরশুমে কোস্ট মেরিনার্সের হয়ে সবচেয়ে বেশি গোল করার নজির গড়লেন কামিংস।
আইএসএলের গত মরশুমে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই মাঝপথে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় দল তুলে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। ম্যাচ মাঝপথে ছেড়ে চলে যাওয়াতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল কেরালা।
মহিলাদের আই লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শিরোপা আসেনি। সেই আক্ষেপটা সুদে-আসলে মিটিয়ে দিল লাল-হলুদ। মেয়েদের আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হয়েই মরশুম শেষ করল ইস্টবেঙ্গল। এই বছর থেকেই শুরু হয়েছে মহিলাদের আইএফএ শিল্ড।
শুভ ঘোষ, জবি জাস্টিনদের এই বছর সই করিয়েছে ভবানীপুর।
এ বার ভবানীপুর টিমে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার যেমন রয়েছেন, তেমনই তারুণ্যের ছোঁয়াও রয়েছে। রঞ্জন চৌধুরীও ময়দানের পোড় খাওয়া কোচ। সব মিলিয়ে কলকাতা লিগে ভালো ফলের আশা করছে ভবানীপুর ক্লাব। গত বছর তারা কলকাতা লিগে রানার্স হয়েছিল।
আল নাসেরের সাংবাদিক সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি-রয়টার্স)
সৌদিতে নিজের প্রথম মরশুমে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে সৌদির লিগ বিশ্বের প্রথম পাঁচ সেরা লিগের মধ্যে জায়গা করে নিতে পারে। তাঁর মতে সৌদি প্রো লিগ যদি নিজেদের উন্নতির ধারা বজায় রাখতে পারে তাহলেই এমনটা সম্ভব।
প্রবীর দাস এবং তাঁর মা। (ছবি সৌজন্যে, ভিডিয়ো টুইটার @KeralaBlasters)
কেরল ব্লাস্টার্সে যোগ দিলেন প্রবীর দাস। ২০২৬ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ৫৪ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করে প্রবীরের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে কেরল। তবে নেটিজেনদের মনে কেড়ে গিয়েছে ভিডিয়ো শেষ ১০ সেকেন্ড।
লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন। মেসির ঘনিষ্ঠ এক ব্যক্তি ইতিমধ্যে জানিয়েছেন যে পরবর্তী মরশুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। আবার বার্সেলোনা সমর্থকদের আশা, মেসি হয়ত কাতালোনিয়া ক্লাবে ফিরে আসবেন।
সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি তুলে ধরেছিল সেভিয়া। ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা।
ভারতীয় ফুটবলের নতুন মরশুম শুরু হবে কবে? জানিয়ে দিল AIFF
এআইএফএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পুরুষ ও মহিলা ফুটবল উভয়ের জন্যই একই মরশুমের তারিখ প্রযোজ্য হবে। সারা দেশের পেশাদার ক্লাবগুলি তাদের খেলোয়াড়দের দুটি উইন্ডোতে নিজেদের দলে নিতে পারে।
TOPSHOT - Paris Saint-Germain's French forward Kylian Mbappe thumbs up after receiving the Best Ligue 1 Player award during the 31th edition of the UNFP (French National Professional Football players Union) trophy ceremony, in Paris May 28, 2023. (Photo by Bertrand GUAY / AFP) (AFP)
২০২২ সালে কাতারের ফাইনালে উঠেও আর্জেন্তিনার কাছে পেনাল্টি শুট আউটে হারতে হয়েছিল তাদের। ফাইনালে কিলিয়ান এমবাপে করেছিলেন তিনটি গোল। তবুও দলকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে পারেননি।
ব্যাঙ্কের নির্দেশেই পার্ক স্ট্রিট এবং গলফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেন সুব্রত ভট্টাচার্য। কিন্তু এখনও টাকার কোনও হদিস মেলেনি। কী করে এটা হল বুঝতে পারছেন না মোহনবাগানের ঘরের ছেলে।
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (ছবি-পিটিআই)
এশিয়ান কাপের আগে ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ কাপে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের বিশেষ সুবিধা দেবে বলে মনে করছেন সুনীল। ছেত্রী বলেছেন, তিনি দীর্ঘদিন ধরে খেলছেন। তাই তাঁর পরিবর্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। তবে তাঁর সরাসরি পরিবর্ত হয়তো নেই কিন্তু দলে অনেক ফুটবলার এসেছে যাঁরা খুব ভালো খেলছে।
এভারটনে জয়ের ফলে জিতেও অবনমন বাঁচাতে পারল না লেস্টার সিটি (ছবি-টুইটার)
আর্সেনাল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পায়ার জয় পেয়েছে। আর অবনমন হয়ে দ্বিতীয় লিগে নেমে গিয়েছে লেস্টার সিটি, লিডস ইউনাইটেড ও সাউদাম্পটন। অল্পের জন্য রক্ষা পেয়েছে এভারটন।
কানাঘুষো শোনা যাচ্ছে, ফিজির এই তারকা ফরোয়ার্ড আসন্ন মরশুমে এ লিগে নিজের পুরোনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে খেলতে চান। চার বছর ভারতে থাকার পর পরিবারের কাছাকাছি থাকতে অস্ট্রেলিয়ার লিগে ফিরতে পারেন রয় কৃষ্ণ।