১৪তম চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের পরে রিয়াল মাদ্রিদ (ছবি-এএফপি) (AFP)
ভিনির একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে, রেকর্ড ১৪বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল
১ মিনিটে পড়ুন 07:59 AM IST- পুরো ম্যাচেই একক দাপট দেখিয়েছিল লিভারপুল। কিন্তু শেষ হাসিটা রিয়ালই হেসেছে। এদিনের ম্যাচে ভিনি গোল দিলেও জয়ের মূল নায়ক রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কর্তোয়া। কেননা এই তারকা ফাইনালের এই ম্যাচে প্রায় ৯টি সেভ করেছেন।