বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ

ফুটবলের মহারণ

পিটার ক্র্যাটকিকে নয়া কোচ হিসেবে নিয়োগের পথে মুম্বই সিটি এফসি

মেলবোর্ন সিটির পিটার ক্র্যাটকিকে নয়া কোচ হিসেবে নিয়োগের পথে মুম্বই সিটি এফসি

মেলবোর্ন সিটির সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন পিটার ক্র্যাটকি। তাঁকেই নয়া হেড কোচ হিসেবে দায়িত্ব দিতে চলেছে মুম্বই সিটি এফসি। এই খবরটা নিশ্চিত করেছে ক্লাবের এক সূত্র। যদিও এখন পর্যন্ত ক্লাবের তরফে অফিসিয়াল কোন ঘোষণা করা হয়নি। গত মাসেই মুম্বই সিটি এফসির কোচ দায়িত্ব ছেড়ে গিয়েছেন।

স্যান্টোসের অবনমনে ক্ষোভ সমর্থকদের। ছবি- টুইটার।

১১১ বছরে প্রথমবার অবনমন পেলে-নেইমারের পুরনো ক্লাবের, বিক্ষোভে পুড়ল স্যান্টোস

ব্রাজিলের ঐতিহ্যশালী ফুটবল ক্লাব স্যান্টোস এই প্রথমবার দ্বিতীয় ডিভিশনে নেমে গেল।

তারকা ফুটবলার লিওনেল মেসি (ছবি:AFP)

জনপ্রিয় টাইম ম্যাগাজিনের বিচারে বর্ষসেরা ক্রীড়াবিদ আর্জেন্তাইন মহাতারকা মেসি

লিওনেল মেসি প্রথমবারের মত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন। নিজেদের ওয়েবসাইটে মেসির এই খেতাব জয়ের কথা জানিয়েছে টাইম ম্যাগাজিন। উল্লেখ্য গত জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। প্রথম মরশুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল করেছেন মেসি।

জোড়া গোল করেন আর্মান্দো সাদিকু। (ছবি সৌজন্যে, ফেসবুক Mohun Bagan Super Giant)

চোট, জঘন্য রেফারিং সামলে ৯৪ মিনিটের গোলে পয়েন্ট পেল মোহনবাগান, লালকার্ড কোচকে

Mohun Bagan vs Odisha FC Highlights: হারা ম্যাচে ২-২ গোলে ওড়িশা এফসির সঙ্গে ড্র করল মোহনবাগান সুপার জায়ান্ট।

জুয়ান ফেরান্দো।

ওড়িশা বিরুদ্ধে বদলার কথা মুখে বলছেন না ফেরান্দো,তবে জয় ছাড়া দ্বিতীয় ভাবনাও নেই

ফেরান্দো বদলার মানসিকতায় বিশ্বাসী নন। তবে নিজেদের বদলে খেলায় উন্নতি করাই তাঁর লক্ষ্য। সেই সঙ্গে আইএসএলে জয়ের ধারা তিনি ধরে রাখতে চান। পরিসংখ্যান বলছে, আইএসএলে কখনও মোহনবাগানকে হারাতে পারেনি ওড়িশা। সাত বারের মধ্যে চার বারই জিতেছে সবুজ-মেরুন। তিন বার ড্র হয়েছে। এবার জয়ের ধারা ধরে রাখতে পারবে বাগান?

নর্থইস্টের বিরুদ্ধে ৫-০ জয়ে হাঁফ ছেড়ে বাঁচলেন কার্লেস কুয়াদ্রাত।

অনুশীলনে ফিনিশিং প্র্যাকটিস করাটাই এতদিনে কাজে এল- দলের জয়ে স্বস্তি কুয়াদ্রাতের

সোমবার যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে দেয় লাল-হলুদ। জোড়া গোল ক্লেটন সিলভা এবং নন্দকুমারের। বাকি গোলটি করেন বোরহা হেরেরা। হায়দরাবাদের পর এটি এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয়। এখনও পর্যন্ত মরশুমের সেরা ফুটবল কুয়াদ্রাতের দলের।

প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ছবি- ইস্টবেঙ্গল।

East Bengal vs North East: যুবভারতীতে নর্থ-ইস্টকে ৫ গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

East Bengal vs North East United FC Live Score: সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয় লাল-হলুদ শিবির। বড় জয়ে লিগ টেবিলে লাফ দেয় ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচটি কোন টেলিভিশন সরাসরি সম্প্রচার করা হবে? আইএসএলের সব ম্যাচই স্পোর্টস-১৮ ওয়ান টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচটিও এই চ্যানেলেই দেখা যাবে।

EBFC vs NEUFC, Free LIVE Streaming: কী ভাবে বিনামূল্যে দেখবেন দুই দলের দ্বৈরথ?

আইএসএলে ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট- দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। পাহাড়ি দলটিকে মাত্র একবারই হারাতে পেরেছে লাল-হলুদ। সেটা গত মরশুমের প্রথম লেগে। নর্থইস্ট আবার পাঁচ ম্যাচই অপরাজিত থেকেছে। জিতেছে তিন বার। দু'বার ড্র হয়েছে। বিস্তারিত ভাবে জেনে নিন, দুই দলের দ্বৈরথের লাইভ স্ট্রিমিংয়ের যাবতীয় তথ্য।

টটেনহ্যামের কাছে আটকে গেল সিটি। ছবি: রয়টার্স

টটেনহ্যামের কাছে আটকে গিয়ে তিনে নামল সিটি, জিতে দুইয়ে উঠল লিভারপুল, জিতল চেলসিও

রবিবার প্রিমিয়ার লিগে একেবারে গোলের ছড়াছড়ি। সাত গোল হল লিভারপুল-ফুলহ্যাম ম্যাচে। ছয় গোল হয় সিটি-টটেনহ্যাম ম্যাচে। আর পাঁচ গোল হয় চেলসি-ব্রাইটন ম্যাচে। তার মধ্যে লিভারপুল, চেলসি জয় পেলেও, আটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি।

কার্লেস কুয়াদ্রাত।

এখনও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছি, পরের ২ ম্যাচ জিতলে বদলাবে সব- আশাবাদী কুয়াদ্রাত

এবারের আইএসএলের শুরুটা কিন্তু মন্দ করেনি ইস্টবেঙ্গল। ড্র এবং জয় দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচে হেরেছে তারা। এবং নিজেদের শেষ ম্যাচে ড্র করেছে লাল-হলুদ। যার নিটল, ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আপাতত আইএসএল টেবলের ন’নম্বরে রয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ০-১ হারাল নিউক্যাসল।

ফের হেরে দেওয়ালে পিঠ ঠেকে গেল ইউনাইটেডের, জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

১৪টি ম্যাচ খেলে ফেলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার মধ্যে ৮টি ম্যাচ জিতলেও, তারা ৬টিতেই হেরে বসে রয়েছে। কোনও ড্র করেনি। প্রিমিয়ার লিগে চলতি মরশুমে শীর্ষ দশে থাকা আর কোনও দল এত ম্যাচে হারেনি। শীর্ষ চারের দলগুলোর সঙ্গে ইউনাইটেডের পয়েন্টের ব্যবধান ক্রমেই বাড়ছে।

জুয়ান ফেরান্দো।

এই ম্যাচে প্লেয়ারদের প্রতিক্রিয়াটা জরুরি ছিল- যেন যন্ত্রণায় প্রলেপ ফেরান্দোরও

আইএসএলে টানা পাঁচ জয় মোহনবাগানের। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ওড়িশাকে টপকে তিন নম্বরে উঠে এল কলকাতার প্রধান। এএফসির ব্যর্থতা ঝেড়ে ফেলে এক মাস পর আইএসএল খেলতে নেমেই সাফল্য। স্বস্তি ফিরল সবুজ-মেরুনে।

প্রথমবার FIFA U-17 World Cup চ্যাম্পিয়ন জার্মানি (ছবি-AFP)

প্রথমবার FIFA U-17 World Cup চ্যাম্পিয়ন জার্মানি! টাইব্রেকারে হারাল ফ্রান্সকে

FIFA U-17 World Cup 2023: ইন্দোনেশিয়ার সুরাকার্তায় অনুষ্ঠিত ২০২৩ সালের ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল জার্মানি। মানাহান স্টেডিয়ামে এই জয়ের ফলে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল জার্মানি। ২০১৯ সালে এই খেতাব জিতেছিল ব্রাজিল।

কঠিন পরীক্ষার সামনে ইতালি-ফ্রান্স-স্পেন (ছবি-এক্স)

Euro 2024 Draw: সহজ গ্রুপে রোনাল্ডোর পর্তুগাল, কঠিন পরীক্ষার সামনে ইতালি-স্পেন

Euro 2024 Draw-বেজে গিয়েছে ইউরো কাপের দামামা। ২০২৪ সালের ইউরো কাপ আয়োজন করবে জার্মানি। এবারের ইউরো কাপে কঠিন পরীক্ষার সামনে ইতালি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা ২০২৪ আসরের গ্রুপ পর্বে দুই বড় শক্তি স্পেন ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত ইউরো ২০২৪–এর ড্রতে এটাই যেন গ্রুপ অফ ডেথ।

আইএসএলের প্রথম পাঁচ ম্যাচে টানা জয় মোহনবাগানের।

HFC vs MBSG, ISL 2023-24: পাঁচে ৫ বাগানের,হায়দরাবাদকে হারিয়ে তিনে উঠল সবুজ-মেরুন

Hyderabad FC vs Mohun Bagan SG: এএফসি কাপে ছন্দপতন হলেও, আইএসএলে নিজেদের জায়গাটা ধরে রাখল মোহনবাগান। শনিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে টানা প্রথম পাঁচ ম্যাচে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। যা আগে কখনও ঘটেনি। সেই সঙ্গে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিনে উঠে এল।

মেসির নামে স্লোগান দিয়ে রোনাল্ডোকে খোঁচা, পাল্টা ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন সিআরসেভেন।

মেসির নামে স্লোগান দিয়ে রোনাল্ডোকে খোঁচা,পাল্টা ‘ফ্লাইং কিস’ ছুঁড়লেন CR7-ভিডিয়ো

শুক্রবার আল হিলালের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোর দল আল নাসের ০-৩ ল্যাজেগোবরে হয়। সিআর সেভেনও স্কোর করতে পারেননি। আর এই ম্যাচেই ফের রোনাল্ডোকে খোঁচা দিতেই আল হিলালের সমর্থকেরা মেসির নামে স্লোগান দেন। তাতে রেগে না গিয়ে এবার নতুন প্রতিক্রিয়া দিয়েছেন রোনাল্ডো। যা নিয়ে বেশ হইহই পড়ে গিয়েছে।

সেই হাস্যকর আত্মঘাতী গোল। (ছবি সৌজন্যে, ইউটিউব Bundesliga)

ফুটবলের ইতিহাসে এটাই সবথেকে হাস্যকর আত্মঘাতী গোল? গোলকিপারের কাজ দেখে হাসি পাবে

ফুটবলের ইতিহাসে সম্ভবত সবথেকে হাস্যকর আত্মঘাতী গোল হল জার্মানিতে। বুন্দেশলিগার দ্বিতীয় ডিভিশনের দুই টপার দলের লড়াইয়ে এমন হাস্যকর গোল হল যে নেটিজেনরা হতবাক হয়ে গিয়েছে। শেষপর্যন্ত যে ম্যাচটা ২-২ গোলে শেষ হয়েছে।

সমস্যার মধ্যে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি-AFP)

ক্রিপ্টোকারেন্সি সংস্থার বিজ্ঞাপন করে ফাঁপরে রোনাল্ডো! তারকার বিরুদ্ধে ৮৩৩০ কোটি

আমেরিকাতে বাইনান্সের বিজ্ঞাপন করার কারণে রোনাল্ডোর বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮৩৩০কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। রোনাল্ডো 'আনরেজিস্টার্ড সিকিউরিটি ' অর্থাৎ যে সিকিউরিটি দেশের আইন দ্বারা সিদ্ধ নয় এমন জিনিসকে প্রমোট করে গ্রাহকদের বিভ্রান্ত করেছেন রোনাল্ডো।

জুয়ান ফেরান্দো।

৩ পয়েন্ট ছাড়া কোনও লক্ষ্য নেই-AFC Cup-এর জোড়া হার ভুলে ফেরান্দোর ফোকাস এখন ISL

এএফসি কাপে পরপর দুই ম্যাচে হারের ধাক্কাটা বড় বেশি জোরে লেগেছে সবুজ-মেরুন শিবিরে। এবার আইএসএলে সেই ধাক্কাটাই তারা কাটিয়ে উঠতে চায়। ভুলে যেতে চায় ওড়িশা এফসি-র কাছে ঘরের মাঠে পাঁচ গোল খাওয়ার যন্ত্রণাটা।

মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত (ছবি-ফেসবুক Reeshmii Dass)

IFA vs Mohun Bagan- নিভছে না বিতর্কের আগুন, IFA-র বিরুদ্ধে মোহনবাগানের পদক্ষেপ

IFA Secretary vs MB Secretary- দত্ত বনাম দত্ত, কিমবা বলা যেতে পারে সচিব বনাম সচিব, কলকাতা ময়দানে এখন এই ট্যাগ লাইন গুলো বেশ চলছে। আসলে ডার্বি ম‌্যাচকে কেন্দ্র করে এই মুহূর্তে মোহনবাগান এবং আইএফএর মধ‌্যে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে।