ফুটবল

 • Group A
  TEAMS MP W D L F A GD P
  Italy
  3 3 0 0 7 0 7 9
  Wales
  3 1 1 1 3 2 1 4
  Switzerland
  3 1 1 1 4 5 -1 4
  Turkey
  3 0 0 3 1 8 -7 0
 • Group B
  TEAMS MP W D L F A GD P
  Belgium
  3 3 0 0 7 1 6 9
  Denmark
  3 1 0 2 5 4 1 3
  Finland
  3 1 0 2 1 3 -2 3
  Russia
  3 1 0 2 2 7 -5 3
 • Group C
  TEAMS MP W D L F A GD P
  Netherlands
  3 3 0 0 8 2 6 9
  Austria
  3 2 0 1 4 3 1 6
  Ukraine
  3 1 0 2 4 5 -1 3
  North Macedonia
  3 0 0 3 2 8 -6 0
 • Group D
  TEAMS MP W D L F A GD P
  England
  3 2 1 0 2 0 2 7
  Croatia
  3 1 1 1 4 3 1 4
  Czech Republic
  3 1 1 1 3 2 1 4
  Scotland
  3 0 1 2 1 5 -4 1
 • Group E
  TEAMS MP W D L F A GD P
  Sweden
  3 2 1 0 4 2 2 7
  Spain
  3 1 2 0 6 1 5 5
  Slovakia
  3 1 0 2 2 7 -5 3
  Poland
  3 0 1 2 4 6 -2 1
 • Group F
  TEAMS MP W D L F A GD P
  France
  3 1 2 0 4 3 1 5
  Germany
  3 1 1 1 6 5 1 4
  Portugal
  3 1 1 1 7 6 1 4
  Hungary
  3 0 2 1 3 6 -3 2
মনীষা কল্যাণ।

প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে নজির মনীষার, খেলবেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে

 • মনীষা গোকুলামের জার্সিতে দু'বার ভারতের জাতীয় লিগের খেতাব জিতেছেন। ভারতের হয়ে ইতিমধ্যেই ১৭ টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। ঝুলিতে রয়েছে চারটি আন্তর্জাতিক গোলও।

কোন পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সম্পর্ক (ছবি-রয়টার্স) (REUTERS)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! বিশ্ব ফুটবলে গুঞ্জন

 • ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাবকে তিনি এই বিষয়ে জানিয়েছেন। পর্তুগিজ তারকা ক্লাবের কাছে আবেদন করেছেন যেন ছেড়ে দেওয়া হয়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করেন তার এখন দল ছেড়ে যাওয়ার সময় এসেছে। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি।

লিভারপুলের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি করল মহম্মদ সালাহ।

দীর্ঘ জল্পনার অবসান, আরও ৩ বছর লিভারপুলেই থাকছেন সালাহ

 • শেষ পর্যন্ত অবশ্য লিভারপুলেই থেকে গেলেন সালাহ। শুধু থাকলেনই না, নতুন চুক্তি অনুযায়ী আরও তিন বছর তিনি লিভারপুলেই থাকবেন। তবে শেষ পর্যন্ত সালাহকে লিভারপুল কত টাকা দিচ্ছে, তা জানা যায়নি। ধারণা করে হচ্ছে, তিনি সম্ভবত লিভারপুলের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হলেন।

ISL 2022-23: আইএসএলের রোডম্যাপ নির্ধারণের বৈঠকেই গরহাজির থাকল ইস্টবেঙ্গল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ইস্টবেঙ্গল)

ISL-র রোডম্যাপ তৈরির বৈঠকে গরহাজির ইস্টবেঙ্গল, পুজোর একাদশীতে সম্ভবত বোধন লিগের

 • ISL 2022-23: আসন্ন আইএসএলের জন্য শুক্রবার সব দলগুলিকে বৈঠকে ডাকা হয়েছিল। বৈঠকে কেন লাল-হলুদের কর্তারা বৈঠকে যাননি, সেটাও স্পষ্ট নয়। সেই পরিস্থিতিতে কানাঘুষো শুরু হয়েছে, তাহলে কি ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তির স্বাক্ষরের ক্ষেত্রে নতুন করে জট তৈরি হয়েছে?

পোলিশ লিগে খেলেন রাফায়েল লোপেজ। ছবি- লেগিয়া ওয়ারশ।

গত মরশুমে ইউরোপা লিগ খেলা পর্তুগিজ ফরোয়ার্ডকে সই করাতে আগ্রহী কেরালা ব্লাস্টার্স

 • গত মরশুমে পোল্যান্ডের রেকর্ড চ্যাম্পিয়ন লেগিয়ার হয়ে পোলিশ লিগে ২৭টি ম্যাচ খেলেছেন এই পর্তুগিজ তারকা।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল-ইমামি গ্রুপের বৈঠক হয়।

নাটকের শেষ নেই, জল্পনা থাকলেও এখনই ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি সই হচ্ছে না

 • কথা ছিল রথযাত্রার দিনই ১ জুলাই ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি সই হবে।

ফ্লোরেন্তিন পোগবা।

মোহনবাগান দিবসে পোগবাকে এনে চমকে দিতে চান সবুজ-মেরুন কর্তারা

 • ইতিমধ্যে ফ্লোরেন্তিনকে সই করিয়ে হইচই ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান। ক্লাবের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সব সময়ে। জানিয়ে দেওয়া হয়েছে, অনুশীলনের দিনক্ষণও। সেই মত এই জুলাইয়ের শেষ সপ্তাহেই শহরে পা রাখতে চলেছেন পোগবা।

কুশল দাস।

AIFF-এ চলছে তীব্র ডামাডোল, এর মাঝেই সচিবের পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস

 • এআইএফএফ-এর সঙ্গেদীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন কুশল দাস। ২০১০ সালে ফেডারেশনের সচিব পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে নিজেদের অসুস্থতাকে দায়ী করেছেন কুশল। প্রসঙ্গত, বহু দিন ধরেই অসুস্থ কুশল দাস।

ইউরোপ সফরে ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দল। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম indianfootball)

অনূর্ধ্ব-১৭ মহিলাদের বিদেশ সফরে উঠল অভব্যতার অভিযোগ, সাসপেন্ড এক কোচিং স্টাফ

 • ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের সূত্র উদ্ধৃত করে একটি  প্রতিবেদনে জানানো হয়েছে, দলের এক খেলোয়াড়ের সঙ্গে অভব্য আচরণ উঠেছে অ্যালেক্স অ্যামব্রোজের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। মৌখিকভাবে অভিযোগ জমা পড়েছিল।

ইস্টবেঙ্গল এবং ইমামির চুক্তি জট কাটার আশায় লাল-হলুদ সমর্থকেরা।

ইমামির সঙ্গে ইতিবাচক বৈঠক EB-র, চুক্তিপত্র প্রায় তৈরি, সই হলেই শুরু দল গঠনের কাজ

 • বুধবারের বৈঠক ইতিবাচক বলেই জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি গোষ্ঠীর তরফে। দু’পক্ষের আইনজীবীরা দ্রুত চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করবেন, তাও জানানো হয়েছে লিখিত বিবৃতিতে।

হীরা মণ্ডল।

‘EB-র চেয়ে অনেক বেশি টাকা বেঙ্গালুরুতে পাচ্ছি’, BFC-তে সই করে স্পষ্ট দাবি হীরার

 • গত আইএসএল মরশুমে লাল-হলুদ জার্সিতে নজর কেড়েছিলেন হীরা মণ্ডল। সমর্থকেরাও চেয়েছিলেন, তিনি ইস্টবেঙ্গলেই থেকে যান। কিন্তু বেঙ্গালুরু তাঁকে অনেক বেশি টাকার প্রস্তাব দেয়। যা আর ফেরাতে পারেননি হীরা।

আর্শ আনোয়ার।

অমরিন্দরকে টপকে AFC Cup-এ নজর কাড়েন, আর্শের সঙ্গে আরও ৩ বছরের চুক্তি ATK MB-র

 • এটিকে মোহনবাগানের ক্লাবের যুব দলের সঙ্গে ছিলেন আর্শ। আর এ বার সিনিয়র দলে পাকাপোক্ত জায়গা করে নিলেন তিনি। শোনা যাচ্ছে, তাঁকে এবং বিশাল কাইথকে স্পেনে প্রি সিজন ট্রেনিং করাতে নিয়ে যেতে পারে এটিকে মোহনবাগান। সেখানে তাঁরা স্পেনের প্রাক্তন তারকা কিপার এবং কোচ জেভিয়ার পিনদাদোর কাছে অনুশীলন করবেন।

১ জুলাই ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি সই হতে চলেছে।

জট কাটবে এ বার, ১ জুলাই ইস্টবেঙ্গল-ইমামি চুক্তি সই করতে চলেছে: রিপোর্ট

 • ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব আগামী শুক্রবার চুক্তিপত্র সই করতে পারে। যা খবর, তাতে ৮০ শতাংশ স্বত্বের দাবি থেকে সরে এসে ইমামি ৭৬ শতাংশ নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাবকে।

অভিষেক আম্বেকর।

দুই প্রধানে খেলা ডিফেন্ডারকে সই করাল মহমেডান,সঙ্গে দলে নিল প্রতিভাবান উইঙ্গারকেও

 • ২৯ বছরের উইঙ্গার প্রীতম সিংকেও সই করাল মহমেডান। গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে আই লিগে দুরন্ত পারফর্ম করেছিলেন প্রীতম। ১৬ ম্যাচে তিন গোল ও ২টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ফলে প্রীতমকে এনে নিজেদের দলকে আরও শক্তিশালী করল মহমেডান, তা বলাই যায়।

রয় কৃষ্ণ।

নর্থ-ইস্টে পাড়ি দিচ্ছেন রয় কৃষ্ণ? NEUFC-র বড় প্রস্তাব রয়েছে ফিজির তারকার কাছে

 • সম্প্রতি জানা গিয়েছে, নর্থ-ইস্ট ইউনাইটেড তাঁকে নিতে আগ্রহ দেখিয়েছে। তার জন্য নাকি ফিজির তারকাকে বড় প্রস্তাবও দেওয়া হয়েছে। তা হলে সত্যি কি নর্থ-ইস্ট পাড়ি দেবেন রয়?

এ মরশুমেই বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন প্রবীর দাস। ছবি- বেঙ্গালুরু এফসি।

সত্যি হচ্ছে ছোটবেলার স্বপ্ন, সুনীল ছেত্রীর সঙ্গে খেলতে নামার দিন গুনছেন প্রবীর

 • তিন বছরের চুক্তিতে এটিকে মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছেন প্রবীর দাস।

রোনাল্ডোর বদলি হিসাবে নেইমারকে নিতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ছবি- এএফপি/রয়টার্স।

রোনাল্ডো দল ছাড়লে নেইমারের দিকে ঝাঁপাতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

 • রোনাল্ডো চেলসিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে।

পোগবার বন্ধু ওসমানে এন’ ডিয়ায়েকে সই করাল মহমেডান স্পোর্টিং (ছবি:মহমেডান এসসি)

দলবদলে বড় চমক! পোগবার বন্ধুকে সই করাল মহমেডান স্পোর্টিং

 • নতুন মরশুমের দলগঠনে আবার চমক দিল মহমেডান স্পোর্টিং। এবার সেনেগালের ৩০ বছরের ডিফেন্ডার ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ-র যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ওসমানে এন’ ডিয়ায়েকে নিজেদের ঘরে তুলল মহমেডান। ওসমানে হলেন পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবার পুরানো সতীর্থ।

লিগ ওয়ানে কাভানির বিরুদ্ধে ডিয়াগনে। ছবি- টুইটার (@ChennaiyinFC)।

ISL: বুন্দেশলিগা, লিগ ওয়ান মাতানো সেনেগাল তারকাকে সই করল চেন্নাইয়িন এফসি

 • চেন্নাইয়িনের নতুন কোচ ব্রাডারিচের অধীনে গত মরশুমেও খেলেছেন সেনেগালের ডিফেন্ডার।