বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মরশুম শেষ হওয়ার আগেই নতুন বিনিয়োগকারীর খোঁজ শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা

মরশুম শেষ হওয়ার আগেই নতুন বিনিয়োগকারীর খোঁজ শুরু করে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা

এসসি ইস্টবেঙ্গল।

শ্রী সিমেন্টের সঙ্গে পরের বার সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু নতুন বিনিয়োগকারী না পাওয়া গেলে কী হবে? উঠেছে প্রশ্ন। চার সংস্থার সঙ্গে প্রাথমিক কথা হলেও চূড়ান্ত কিছু না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শোনা যাচ্ছিল আদানি গোষ্ঠীর নামও। কিন্তু আপাতত তারা এই দৌড়ে নেই।

শ্রী সিমেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে ইস্টবেঙ্গল ক্লাব। নতুন বিনিয়োগকারী খুঁজছে তারা। ইতিমধ্যে বেশ কিছু সংস্থার সঙ্গে তারা কথা বলেছে। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে চারটি সংস্থা। এই চারটিই সিমেন্ট সংস্থা। বিড়লা সিমেন্ট, স্টার সিমেন্ট, রেশমি সিমেন্ট এবং বসুন্ধরা সিমেন্টের সঙ্গে আপাতত কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে।

শ্রী সিমেন্টের সঙ্গে বহু দিন ধরেই ঝামেলা চলছে এসসি ইস্টবেঙ্গলের। এই মরশুমের শুরুতে ঝামেলার জেরে লাল-হলুদের আইএসএলে খেলাই কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। তাও কোনও মতে দল গড়ে খেলতে নামলেও, দলের হাল একেবারে শোচনীয়। তারা এখন আইএসএল তালিকার লাস্টবয়। 

শ্রী সিমেন্টের সঙ্গে পরের বার সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটছেন লাল-হলুদ কর্তারা। কিন্তু নতুন বিনিয়োগকারী না পাওয়া গেলে কী হবে? উঠেছে প্রশ্ন। চার সংস্থার সঙ্গে প্রাথমিক কথা হলেও চূড়ান্ত কিছু না হওয়ায় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শোনা যাচ্ছিল আদানি গোষ্ঠীর নামও। কিন্তু আপাতত তারা এই দৌড়ে নেই।

জানা গিয়েছে, এই চার সংস্থার বাইরে অন্য সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হবে। কিছু যোগাযোগ ক্লাব নিজেরাই করবে, এজেন্টরাও কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ করবে।স্বাভাবিক ভাবেই নতুন মরশুম শুরু হওয়ার আগে নতুন বিনিয়োগকারী খুঁজতে প্রবল ভাবে সচেষ্ট ইস্টবেঙ্গল।

বন্ধ করুন