চ্যাম্পিয়নস লিগ থেকে আগেই বিদায় নিয়েছে বার্সেলোনা। যে কারণে দলটির জায়গা হয়েছে উয়েফা ইউরোপা লিগে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবনমনের পর ইউরোপাতেও ব্যর্থতার সম্মুখীন হল কাতালান ক্লাবটি। দেড় যুগ পরে এই টুর্নামেন্ট খেলতে গিয়েও দলটির অভিজ্ঞতা সুখের হল না। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লিগের প্লে-অফের প্রথম লেগে ন্যু ক্যাম্পে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করল বার্সেলোনা। প্রথমার্ধে নাপোলিকে এগিয়ে দিয়েছিলেন জিয়েলিন্সকি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনাকে সমতায় ফেরান তোরেস। এদিন বার্সাকে লজ্জার হাত থেকে রক্ষা করে তোরেসের স্পট কিক।
এদিন ঘরের মাঠে ম্যাচের ২৮তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াং সুযোগ করে দিয়েছিলেন ফেরান তোরেসকে। তবে বক্সের একটু ভিতর থেকে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি স্প্যানিশ স্ট্রাইকার। এরপরই আক্রমণে ওঠে নাপোলি। পিওতর জিয়েলিন্সকির শট প্রথম দফায় মার্ক আন্দ্রে টের স্টেগেন রক্ষা করলেও ফিরতি চেষ্টায় আর পারেননি। অনেকটা ধারার বিপরীতে গিয়ে গোল পায় নাপোলি।
বিরতির পর খেলতে নেমেও ছন্দে থাকে বার্সেলোনা। তবে আগের মতো সেই ফিনিশিংয়েই উন্নতি করতে পারছিল না দলটি। শেষ পর্যন্ত ৫৯তম মিনিটে সফলতা পায় কাতালানরা। নাপোলির বক্সে ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ স্পট কিকে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস। শেষদিকে এসেও ভালো কয়েকটি আক্রমণ করে বার্সেলোনা। ৭২তম মিনিটে ভালো একটি আক্রমণ তৈরি করেও ডি-বক্সে গিয়ে অবামেয়াংকে খুঁজে নিতে ব্যর্থ হন ওসমান দেম্বেলে। ৮৭তম মিনিটে দলকে এগিয়ে নিতে পারতেন তরেস। বক্সে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন স্প্যানিশ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় জাভি এর্নান্দেসের দলকে। আগামী ২৫ ফেব্রুয়ারি ফিরতি লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও নাপোলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।