ইউরোপা কনফারেন্স লিগে করোনার থাবা। কোভিডের কারণে বড় ধাক্কা খেয়েছে টটেনহ্যাম হটস্পার। রেঁনের বিপক্ষে মাঠে নামার আগে টটেনহ্যাম হটস্পারের ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউরোপা কনফারেন্স লিগে রেঁনের বিরুদ্ধে নামার আগে আট জন খেলোয়াড়সহ দলের পাঁচজন সদস্য় করোনায় আক্রান্ত হয়েছেন। দল সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কোচ অ্যান্তোনিও কন্তেকে। ম্যাচের আগে দলের এমন অবস্থা দেখে চিন্তায় টিম ম্যানেজমেন্ট ও দলের সমর্থকেরা।
প্রতিযোগিতার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে টটেনহ্যাম বৃহস্পতিবার ফরাসি দলটির মুখোমুখি হওয়ার কথা। ম্যাচের আগের দিন দলের এমন অবস্থার কথা জানান দলের কোচ অ্যান্তোনিও কন্তে। তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের দলের কেউ না কেউ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। আজকে অনুশীলনের পর আরেকজন খেলোয়াড় ও স্টাফ পজিটিভ হয়েছে। কাল কে? আমি? নাকি আরেকজন স্টাফ?...পরিস্থিতি গুরুতর।’ প্রিমিয়ার লিগ খেলা দলটির কোচ কন্তে জানিয়েছেন দলে মোট আট খেলোয়াড় ও পাঁচ জন কোচিং স্টাফ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
অ্যান্তোনিও কন্তে আরও বলেন, ‘(রেনের বিপক্ষে) ম্যাচটির জন্য আমাদের ১১ জন খেলোয়াড় প্রস্তুত ছিল। কিন্তু আজকের অনুশীলনের পর শুরুর একাদশে থাকত এমন একজন কোভিড-১৯ পজিটিভ হয়েছে। ভয়ানক পরিস্থিতি। আমরা সবাই একে অপরের সংস্পর্শে আসছি।’ কনফারেন্স লিগে পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে চার দলের মধ্যে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম। ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রেনে। এমন অবস্থায় টটেনহ্যামের এমন অবস্থা ফুটবল দুনিয়াকে চিন্তায় ফেলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।