২০২২ কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরেই পদ ছাড়লেন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হবেন লুইস ডি লা ফুয়েন্তে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার বলেছে যে লুইস এনরিক আর পুরুষদের জাতীয় দলের কোচ থাকবেন না এবং তার স্থলাভিষিক্ত হিসাবে লুইস দে লা ফুয়েন্তের নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে যাওয়ার দু দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিয়মিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য থাকে। এরপরে টাইব্রেকার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় স্পেন। ফেডারেশন কোচকে ধন্যবাদ জানালেও সাম্প্রতিক বছরগুলিতে কোচের অর্জিত সাফল্য ধরে রাখতে ‘নতুন পরিকল্পনা শুরু করার’ সময় এসেছে বলে মনে করা হচ্ছে। ক্রীড়া কর্তৃপক্ষের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেশন।
আরও পড়ুন… রাহুল কেন ওপেন করতে নামলেন না? রোহিতের দল নিয়ে সলমন বাটের বড় প্রশ্ন
দে লা ফুয়েন্তে, প্রাক্তন সেভিয়া এবং অ্যাথলেটিক বিলবাও লেফট-ব্যাক, স্পেনের অনূর্ধ্ব-১৯ দলকে ২০১৫ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে সাহায্য করেছিলেন। তিনি অনূর্ধ্ব-২১ দলকে ইউরো ২০১৯-এ জয়ের জন্য নেতৃত্ব দিয়েছিলেন। টোকিও অলিম্পিক্সে সিলভার পদক জয়ী স্প্যানিশ দলের কোচও ছিলেন তিনি। এমনকি একবার সিনিয়র দলের কোচও হয়েছিলেন।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে স্পেন একটি ভালো সূচনা করেছিল কিন্তু লা রোসার দল তাদের শেষ তিন ম্যাচে জয়হীন ছিল। তারা জার্মানির সাথে ১-১ ড্র করে এবং তারপরে জাপানের কাছে ১-২ ব্যবধানে হারে। এনরিকে ২০১৮ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব নেন এবং রাশিয়া বিশ্বকাপে ১৬ রাউন্ডে তাদের প্রস্থান করার পরে দলে একটি পরিবর্তন শুরু করেন। পারিবারিক কারণে তিনি কিছু সময়ের জন্য দলের সঙ্গে থাকেননি তবে ২০১৯ সালে প্রত্যাবর্তন করেছিলেন লুইস এনরিক।
আরও পড়ুন… ক্রিপ্টোর থেকেও দ্রুত পতন হচ্ছে- রোহিতের দলকে নিয়ে সেহওয়াগের কটাক্ষ
লুইস এনরিকের অধীনে, স্পেন এই মরশুমে এবং গত মরশুমে দুইবার নেশন্স লিগের শেষ চারে উঠেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০-এ, তিনি স্পেনকে সেমিফাইনালে নেতৃত্ব দেন, যেখানে দলটি পেনাল্টি শুটআউটে ইতালির কাছে হেরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।