আর্জেন্তিনার ফিফা বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি তাঁর দলের প্রতিটি সদস্য এবং সাপোর্ট স্টাফকে সোনার আইফোন উপহার দেবেন। অবাক করার মতো ঘটনা মনে হলেও, এটাই সত্যি। এক একটি ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১.৭৩ কোটি। কাতারে দেশ এবং দশ নম্বর জার্সির স্বপ্নপূরণ হয়েছে। কাতারে ২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল আর্জেন্তিনা। দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি চব্বিশ ক্যারেট সোনার আইফোনের দাম প্রায় ১.৭৩ কোটি টাকা। প্রতিটি ফোনে খেলোয়াড়ের নাম, জার্সি নম্বর এবং আর্জেন্তিনার লোগো খোদাই করা রয়েছে। ফোনগুলো মেসির প্যারিসের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন… ডোপ টেস্টে পজিটিভ, চার বছরের জন্য নিষিদ্ধ তারকা ট্রিপল জাম্পার ঐশ্বর্য বাবু
লিওনেল মেসি তাঁর গর্বের মুহূর্ত উদযাপনের জন্য বিশেষ এবং দর্শনীয় কিছু করতে চেয়েছিলেন বলে জানা গিয়েছিল। তিনি উদ্যোক্তা বেন লিয়ন্সের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা একসঙ্গে একটি নকশা নিয়ে আসেন। ‘আইডিজাইন গোল্ড’-এর সিইও বেন লিয়নস বলেছেন – লিওনেল আইডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপ ফাইনালের কয়েক মাস পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দুর্দান্ত বিশ্বকাপ জয় উদযাপনের জন্য তিনি সমস্ত খেলোয়াড় এবং দলের স্টাফদের জন্য একটি বিশেষ উপহার চেয়েছিলেন। আমি তাদের উপর তাঁর নাম সহ সোনার আইফোন থাকার পরামর্শ দিয়েছিলাম এবং তিনি এই ধারণাটি পছন্দ করেছিলেন।
আরও পড়ুন… স্বামী তো একগুঁয়ে, শার্দুলের স্ত্রীকে KKR-এর সহকারী কোচ নায়ারের মজার পরামর্শ
ফ্রান্সকে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্তিনা তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে। যেখানে অধিনায়ক লিওনেল মেসি তাঁর প্রথম বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিলেন। জানা গিয়েছে একটা-দুটো নয়, একেবারে ৩৫টি ফোনের অর্ডার দিয়েছেন লিওনেল মেসি। ১৯৮৬-র পর ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। কিংবদন্তি লিওনেল মেসির কেরিয়ারের এই একটা ট্রফি অধরা ছিল। কেরিয়ারের সবচেয়ে মূল্যবান ট্রফি জেতেন কাতার বিশ্বকাপে। যদিও শুরুতেই বিশাল ধাক্কা খেয়েছিল আর্জেন্তিনা। নিজেদের প্রথম ম্য়াচেই সৌদি আরবের কাছে হারতে হয়েছিল তাদের। যা বিশ্বকাপের স্বপ্নে মেসিদের বিশাল ধাক্কা দিয়েছিল। সেখান থেকে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্তিনা। যদি মেসি এই টুর্নামেন্টে বিরাট অবদান রাখেন তবু তিনি দলগত খেলায় বাকিদের অবদানকেও কৃতিত্ব দিয়েছেন এবং সকলকে কৃতজ্ঞ জানিয়েছেন মেসি। সেই কারণেই সকলের জন্য এই বিশেষ উপহার দিচ্ছেন মেসি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।