Premier League 2024-25: চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই বড় পরীক্ষার মুখে পড়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। শুরুর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল চেলসি। তবে, সেই বাধা কাটিয়েছে ম্যান সিটি। চেলসিকে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরু করেছে পেপ গুয়ার্দিওয়ালার ছেলেরা। রবিবার, ১৮ অগস্ট স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচটিতে সিটির জয়ের নায়ক আর্লিং হলান্ড ও মাতেও কোভাচিচ।
হলান্ডের জন্য এই ম্য়াচটি মাইলফলকেরও ছিল। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে আসা হলান্ডের জন্য এটি ছিল সিটির জার্সিতে ১০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে গোল করলেন এবং ম্যাচ জিতে মাঠ ছাড়লেন নরওয়ের এই স্ট্রাইকার।
আরও পড়ুন… ৬৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা স্পিনারের সিংহাসন দখল করলেন কেশব মহারাজ
ম্যাচের ১৮তম মিনিটেই চমৎকার গোলে সিটিকে এগিয়ে দেন হলান্ড। ডি বক্সের বাঁ দিক থেকে জেরেমি দোকু বক্সে পাস দেন। বের্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হলান্ডকে। সুযোগ হাতছাড়া করেননি হলান্ড। কোনাকুনি শটে প্রতিপক্ষের গোলে বল প্রবেশ করিয়ে দেন তিনি। তবে পরের গোলটি আসে ম্যাচের ৮৪তম মিনিটে। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, ২২ গজ দূর থেকে জোরাল শটে বড় জয় পুরোপুরি নিশ্চিত ক্রোয়াট মিডফিল্ডার কোভাচিচ। বাকি সময় ম্যাচে ফিরতে পারেনি চেলসি। আক্রমণ-দখলে সিটির সমানে সমান থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে মাঠ ছাড়ে চেলসি।
আরও পড়ুন… বাংলার হয়ে রঞ্জি ম্যাচ খেলবেন তারপরেই ভারতীয় দলে ফিরবেন- ঠিক হয়ে গেল মহম্মদ শামির ফেরার তারিখ
ম্যাচ শেষে হলান্ড বলেছেন, ‘আমি দলকে সাহায্য করতে চাই। আমি চাই দলের খেলায় আরও সম্পৃক্ত হতে। পেপ (গুয়ার্দিওয়ালা) এটাই চায়।’ ম্যাচ শেষে হলান্ডকে নিয়ে গর্বিত ছিলেন পেপ গুয়ার্দিওয়ালা। তিনি বলেন, ‘এগুলো লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সংখ্যা। তারা গত এক দেড় দশক ধরে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। সংখ্যার দিক থেকেই এটা তেমনই এক স্তরের।’ ২০২২ সালে ম্যান সিটিতে নাম লেখানোর পর থেকে গোল করে চলেছেন হলান্ড। প্রথম মরশুমেই ভেঙে দেন একাধিক রেকর্ড। গত মরশুমেও লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। তাঁর গোলের খিদে নিয়ে পেপ গুয়ার্দিওয়ালা বলেছেন, ‘আমি জানি না, সে কীভাবে এটা করেছে। কিন্তু প্রিমিয়ার লিগে এবং এই দেশে ১০০ ম্যাচে ৯১ গোল করা অবিশ্বাস্য ব্যাপার।’
হলান্ডের গোল করার ক্ষমতা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজও। তিনি বলেছেন, ‘গোল করা তার জন্য নেশার মতো। এটা আপনি তার মধ্যে দেখতে পান। তবে সে একজন গোলস্কোরারের চেয়েও বেশি কিছু হতে চায়। ৯১ গোল অবিশ্বাস্য ব্যাপার। তার মতো খেলোয়াড় খুবই বিরল।’ আগামী প্রজন্মের জন্য হলান্ড একজন আদর্শ হবেন বলে উল্লেখ করেছেন লিভারপুল ও টটেনহামের প্রাক্তন মিডফিল্ডার জেমি রেডন্যাপ। স্ট্রাইকারদের মর্যাদা ফিরে পাওয়ার বিষয়টি সামনে এনে তিনি বলেছেন, ‘যে কোনও শিশু যদি তাকে খেলতে দেখে, তবে তারা স্ট্রাইকার হতে চাইবে। অনেক কোচ ম্যাঞ্চেস্টার সিটির সফলতা দেখার পর দলে একজন নম্বর নাইন চাইবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।