ইস্টবেঙ্গল ক্লাব সন্ধান পেল আরও এক ‘পাহাড়ি বিছের’। বাইচুং ভুটিয়াকে নিজের আইডল মনে করে সেই কিশোর ফুটবলার। প্রতিভাবান এই ফুটবলারের নাম শেরিং ডুকপা। বক্সা পাহাড়ের ছোট্ট গ্রাম চুনাভাটির বাসিন্দা সে। নিজের পারফরম্যান্সের মাধ্যমে নজর কেড়েছে সে। তার এই ফুটবল প্রতিভার কথা কানে এসে পৌঁছয় ইস্টবেঙ্গল কর্তাদের কানে। এরপরেই তাকে অনূর্ধ্ব ১৭ দলে সুযোগ দেওয়া হয়। মূলত স্ট্রাইকার পজিশনে খেলে শেরিং। ফুটবলের পাশাপাশি একজন টুরিস্ট গাইড হিসেবেও কাজ করত সে। মোটেও সহজ ছিল না নিজের স্বপ্নের পিছনে দৌড়নোটা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেই অর্থে কোনও ফুটবলের মাঠে নেই শেরিংয়ের গ্রামে। তার মধ্যেও কষ্ট করে নিজের অনুশীলন চালিয়ে গেছে এই কিশোর ফুটবলার।
ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার একটা আলাদাই টান ছিল। পড়াশুনার থেকে বেশি আকর্ষণ করত ফুটবল। তবে অভাব অনটনের সংসার ছিল তাদের। ফলে বারবার বাধা পেয়েছে তার স্বপ্ন। কিন্তু হাল ছাড়েনি শেরিং। তবে তার বাবা চাননি সে পড়াশুনা ছেড়ে ফুটবল খেলুক। ফুটবলের টানে প্রতিদিন প্রায় ৬ কিলোমিটার পায়ে হেঁটে বক্সা ফোর্টের ফুটবল মাঠে গিয়ে অনুশীলন করত। তার সঙ্গে যোগ দিত সেই গ্রামের অন্যান্য খুদেরাও। পাশাপাশি রোজগারের জন্য চলছিল টুরিস্ট গাইডের কাজ। সব মিলিয়ে স্বপ্ন পূরণের তাগিদে জীবন সংগ্রাম চলছিল তার। নিজের আয় করা টাকা থেকেই ধীরে ধীরে সে কিনে ফেলল জার্সি, বুট ইত্যাদি সরঞ্জাম। কোথাও ফুটবল ম্যাচ হচ্ছে শুনলেই পৌঁছে যেত শেরিং।
সবসময় তার মনে একটাই জিনিস ঘুরতে থাকত- ফুটবল খেলা। এই ভাবেই চলছিল তার খেলা। গতবছর সে সুযোগ পায় বীরপাড়া জুবিলি ক্লাবে নতুন ফুটবল প্রতিভা ‘অন্বেষণ প্রকল্পে’। সেখান থেকে রাজ্য স্তরে কলকাতায় খেলতে এসেছিল শেরিং। এরপরেই তার প্রতিভা চোখে পড়ে ইস্টবেঙ্গল কর্তাদের। ব্যাস তারপর স্বপ্নের দরজা খুলে গেল শেরিংয়ের জন্য। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে জয়গাঁর ইউনাইটেড ফুটবল অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ পেয়েছিল এই কিশোর ফুটবলার। অনেক কষ্ট করে বাড়ি ভাড়া নিয়ে সেখানে অনুশীলন চালিয়ে গিয়েছিল সে। ইস্টবেঙ্গলে সুযোগ পেয়ে বেশ উৎসাহী শেরিং। ভালো খেলে প্রথম একাদশে সুযোগ পাওয়াই তার লক্ষ্য তার। বাইচুং ভুটিয়াকে দেখেই ফুটবল খেলা শুরু করেছিল বলেও জানিয়েছে শেরিং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।