ইন্ডিয়ান সুপার লিগে কেরলের কাছে হারের পর মেজাজ হারাতে দেখা গেল চেন্নাইয়ান দলের হেড কোচ ওয়েন কোয়েলকে। ৩০ জানুয়ারি ঘরের মাঠে খেলতে নেমেছিল তাদের দল। প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখার ক্ষেত্রে এখন প্রতিটি ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া জরুরি চেন্নাইয়ানের জন্য। সে কথা জেনেই খেলতে নেমেছিল তারা। কিন্তু খেলা শুরু হতেই নিজেদের দাপট দেখাতে শুরু করে কেরল ব্লাস্টার্স। চেন্নাইয়ানের জন্য চাপ আরও বাড়ে যখন ৩৭ মিনিটে লাল কার্ড দেখেন তাদের ফুটবলার উইলমার জর্ডন। আর এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেননি কোচ ওয়েন কোয়েল। ম্যাচ শেষে তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সঞ্চালক তথা প্রাক্তন ফুটবলার রবিন সিংয়ের উপর মেজাজ হারান তিনি।
মেজাজ হারান ওয়েন এবং অভিষেক:
আবার অন্যদিকে খেলা শেষে মেজাজ হারাতে দেখা যায় চেন্নাইয়ান এফসির অন্যতম কর্ণধার অভিষেক বচ্চনকে। দেখা যায় ম্যাচ শেষে কোচ ওয়েন কোয়েলের কাঁধে হাত রেখে কিছু বলছেন অভিষেক। একজন প্লেয়ার কমে যাওয়ায় বেশ চাপে দেখাচ্ছিল ম্যাচে চেন্নাইয়ানকে। ফল হিসাবে ব্লাস্টার্সের কাছে ৩-১ গোলে পরাজিত হতে হয় তাদের। ম্যাচে হারের পর যখন লাল-কার্ডের বিষয়টি নিয়ে কোয়েলকে প্রশ্ন করা হয়, তখন তিনি রবিন সিংয়ের উদ্দেশ্যে বলেন, ‘সিদ্ধান্তের দিক থেকে আজকের রাতটা আমাদের ছিল না। একটা কথা আমায় বলো রবিন, তোমার মনে হয় ওটা লাল কার্ড ছিল?’ এই বিষয়ে প্রথমে মন্তব্য করতে রাজি হন না রবিন, পরে তিনি লাল কার্ড বলে জানান। সেই সময় কোয়েল বলেন, ‘এটা তোমার মতামত হতে পারে। এই কারণে হয়তো তুমি এখানে।’
লাল কার্ড বদলে হলুদ:
যদিও উইলমার জর্ডনের লাল কার্ড পরে বদলে হলুদ কার্ড হয়ে যায়। চেন্নাইয়ান এফসি এই বিষয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এর অর্থ হল পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে আর সমস্যা রইল না। অর্থাৎ ৮ ফেব্রুয়ারি যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে দেখা যাবে জর্ডনকে।
বর্তমানে পয়েন্ট টেবিলে ১১ নম্বরে রয়েছে চেন্নাইয়ান এফসি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। অন্যদিকে ১ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হওয়ায় ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। টপ-৬-এ যেতে হলে আগামী ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ দু’দলের জন্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।