এ বার ফুটবল মাঠ মাতাবেন অভিনেতা দেব। আইএফ-এর প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন টলিউডের সুপারস্টার দেব। ‘গোলন্দাজ’ সিনেমায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী তাঁর দলবল নিয়ে ৬ অক্টোবর, বুধবার দেশপ্রিয় পার্কে পুজো ফুটবলে খেলতে নামবেন আইএফএ একাদশের বিরুদ্ধে। আর তা নিয়েই আইএফএর পুজো ফুটবল একেবারে জমজমাট।
আইএফএ এ বার কিছুটা নিজেদের প্রচার বাড়ানোর জন্যই অভিনব এক টুর্নামেন্টের আয়োজন করছে। যেখানে পুজো কমিটিরা ফুটবল-যুদ্ধে নামবে। চারশোটা পুজো কমিটির মধ্যে লটারির মাধ্যমে ৩২টা টিমকে বেছে নেওয়া হয়েছে। দেশপ্রিয় পার্কে এই অভিনব ফুটবল টুর্নামেন্ট হবে ৪-৬ অক্টোবর। তবে পুরোদস্তুর ফুটবল বলতে যা বোঝায়, সেটা হবে না। শুধু টাইব্রেকার থাকছে।
সবচেয়ে ভাল বিষয় হল, প্রতিটা টিমে একজন করে মহিলা থাকবেন। মোট দশজনের টিম হবে। আর ছ'জন করে ফুটবলার গোলে শট নিতে পারবেন। আর গোলন্দাজের টিম একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে আইএফএ একাদশের বিরুদ্ধে। সেই টিমের হয়ে খেলবেন দেবও।
আইএফএ একাদশের দলের কোচ হলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। টিমে থাকার কথা মানস ভট্টাচার্য, তনুময় বসু, অলোক মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, রহিম নবিদের।
সোমবার এক পাঁচতারা হোটেলে পুজো ফুটবল নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফএর চেয়ারম্যান তথা ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সুব্রত দত্ত। আই লিগের সিইও সুনন্দ ধর, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় এবং এফএসডিএলের অন্যতম কর্তা চিরাগ তান্না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।