আইএসএলের ডার্বিতে বারবার ইস্টবেঙ্গলের বড়রা মুখ পোড়ালে কী হবে, ছোটরা কিন্তু লড়াই করে আটকে দিল এটিকে মোহনবাগানকে। গোলকিপার আদিত্য পাত্রের গ্লাভসই দায়িত্ব নিয়ে বাঁচাল লাল-হলুদকে। পেনাল্টি বাঁচিয়ে ছোটদের ডার্বির হিরো হয়ে গেলেন লাল-হলুদের আদিত্য। গোলশূন্য ড্র করেই মাঠ ছাড়তে হল সবুজ-মেরুনকে।
বুধবার নৈহাটিতে ছোটদের ডার্বি ঘিরেও উত্তেজনার পারদ ছিল চরমে। আর টানটান উত্তেজনার ম্যাচে শক্তিশালী এটিকে মোহনবাগানকে আটকে দিয়ে বাজিমাত করল লাল-হলুদ বাহিনী। শেষ মুহূর্তে মোহনবাগানের হামতের পেনাল্টি সেভ করেন আদিত্য পাত্র। কিছু দিন আগেই এটিকে মোহনবাগানের বড়দের দলের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে সেমিফাইনালে খেলেছিলেন হামতে। তিনিই এ দিন স্পট কিক মিস করেন। ফিরতি বলে সুহেল ভাটের শটও বাঁচিয়ে দেন আদিত্য। তবে দুই দলের ফুটবলাররাই অবিশ্বাস্য সব গোল মিস করায় বৃহস্পতিবার নৈহাটিতে ডার্বির ফল ০-০।
আরও পড়ুন: বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজ মেরুন ব্রিগেড
বৃহস্পতিবার দলে পাঁচটি পরিবর্তন করেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে নিশাদের জায়গায় গোলরক্ষক হিসেবে খেলেন আদিত্য। আদিলের জায়গায় নেমেছিলেন তুহিন দাস। অভিকের জায়গায় খেলতে নামেন রাহুল। দীপের জায়গায় খেলেন নাসিব। আমনের জায়গায় দলে ঢোকেন সৌরভ। আর আদিত্য তো সুযোগ পেয়েই একেবারে কেল্লাফতে করে দিলেন। নজর কেড়েছেন লাল-হলুদের অথুল উন্নিকৃষ্ণণ।
আরও পড়ুন: ফাইনালে কিয়ান নাসিরির আদায় করা পেনাল্টি কি আদৌ বৈধ ছিল? কী বলছেন বাবা জামশেদ?
বিনো জর্জের প্রশিক্ষণে এ দিন দুরন্ত দারুণ ফুটবল খেলে ইস্টবেঙ্গল। লাল-হলুদের বড়রা বারবার হতাশ করলেও, সেই জবাব কিন্তু দিয়েছেন লাল-হলুদের ছোটরা। হামতে, কিয়ান নাসিরির মতো এটিকে মোহনবাগানের মূল দলের একাধিক তারকা ফুটবলার খেলেছেন এ দিন। ধারে ভারে অনেকটাই এগিয়ে থাকলেও, এ দিন লাল-হলুদকে পরাস্ত করতে পারেনি বাগান। শুধু ম্যাচ ড্র করা নয়, এ দিন জিতেও যেতে পারত লাল-হলুদ। ম্যাচের শেষ দিকে সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। বল জালেও ঢুকে গিয়েছিল। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। তা না হলে হয়তো দাদাদের হারের বদলা নিয়ে নিতে পারতেন ভাইয়েরা।
এই ম্যাচ ড্র করার পরে রিলায়েন্স ফাউণ্ডেশন ডেভেলপমেন্ট লিগের শীর্ষেই থাকল ইস্টবেঙ্গল। এই প্রথম বার পয়েন্ট খোয়ালেন লাল-হলুদের ছোটরা। এ দিকে ইউনাইটেড স্পোর্টসের পর ইস্টবেঙ্গলের সঙ্গেও ড্র করে দুই নম্বরে থাকল মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।