এএফসি এশিয়ান কাপের কঠিন গ্রুপে পড়ল ভারত। এশিয়ান কাপের ড্র অনুযায়ী, মোট ছ'টি গ্রুপ আছে। ভারত গ্রুপ ‘বি’-তে পড়েছে। যে গ্রুপে ভারতের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, অস্ট্রেলিয়া আছে ২৯ নম্বর স্থানে। উজবেকিস্তান ৭৪ নম্বরে আছে। সিরিয়া আছে ৯০ নম্বর স্থানে। সেখানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১০১ নম্বর স্থানে আছে। অস্ট্রেলিয়া তো আবার ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও খেলেছিল। নক-আউট পর্বে উঠেছিল। তবে ‘রাউন্ড অফ ১৬’-এ আর্জেন্তিনার ২-১ গোলে হেরে গিয়েছিল। যা দেখে বিশেষজ্ঞদের বক্তব্য, এটাই এবারের এশিয়ান কাপের ‘সবথেকে কঠিন’ গ্রুপ।
এবার এশিয়ান কাপে যে গ্রুপে পড়েছে ভারত, তাতে প্রথম দুইয়ে শেষ করা যথেষ্ট কঠিন বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, ভারতকে নিজেদের সর্বস্ব উজাড় করে দিতে হবে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে খুব একটা খারাপ খেলেনি। ২০১৫ সালে এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। ফিফার ক্রমতালিকায় উজবেজিস্তান খুব একটা আহামরি জায়গায় না থাকলেও এশিয়ার অন্যতম শক্তিশালী দল। সিরিয়াও যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। শারীরিক দিক থেকেও সিরিয়ার মোকাবিলা করার কাজটা মোটেই সহজ নয়।
আরও পড়ুন: আটলেটিকো মাদ্রিদকে ৪-১ ধুলিসাৎ করল জুনিয়র টিম ইন্ডিয়া, বিদেশে সম্মানিত ভারতীয় ফুটবল
এমনিতে এবার কাতারে এশিয়ান কাপ হতে চলেছে। যে প্রতিযোগিতা আগামী বছর ১০ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের এশিয়ান কাপে যে ২৪ টি দল আছে, সেগুলির মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ের নিরিখে সবথেকে পিছিয়ে আছে ইন্দোনেশিয়া (১৪৯)। তার আগে আছে যথাক্রমে হংকং (ফিফা র্যাঙ্কিং ১৪৭), মালয়েশিয়া (ফিফা র্যাঙ্কিং ১৩৮), থাইল্যান্ড (ফিফা র্যাঙ্কিং ১১৪) এবং তাজিকিস্তান (ফিফা র্যাঙ্কিং ১০৯)। অর্থাৎ ফিফা ক্রমপর্যায়ের নিরিখে ২৪ টি দলের মধ্যে ১৮ তম স্থানে আছে ভারত।
এএফসি এশিয়ান কাপের গ্রুপবিন্যাস
১) গ্রুপ 'এ': কাতার, চিন, তাজিকিস্তান এবং লেবানন।
২) গ্রুপ 'বি': অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত।
৩) গ্রুপ 'সি': ইরান, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং প্যালেস্তাইন।
৪) গ্রুপ 'ডি': জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম।
৫) গ্রুপ 'ই': দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডন এবং বাহারিন।
৬) গ্রুপ 'এফ': সৌদি আরব, থাইল্যান্ড, কিরঘিস্তান এবং ওমান।
এশিয়ান কাপে ভারতের পারফরম্যান্স
এশিয়ান কাপে পঞ্চমবার নামতে চলেছে ভারত। এর আগে ১৯৬৪ সাল, ১৯৮৪ সাল, ২০১১ সাল এবং ২০১৯ সালে খেলেছিল 'ব্লু টাইগার্স'-রা। ১৯৬৪ সালে রানার্স-আপ হয়েছিল। সেটাই এশিয়ান ভারতের সেরা ফল। তবে এবার মাঠে নামার আগেই নজির গড়ে ফেলেছে ভারত। কারণ এই প্রথমবার এশিয়া কাপের পরপর দুটি সংস্করণে খেলবে ভারতীয় দল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)