মোহনবাগানকে কি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ফিরিয়ে আনা হচ্ছে? আচমকা সেই জল্পনা শুরু হল। আর সেই জল্পনার নেপথ্যে আছে এএফসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হওয়া একটি পোস্ট। মঙ্গলবার বিকেলে (ভারতীয় সময় অনুযায়ী) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘ম্যাচ ডে ২’-র পরে যে পয়েন্ট তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে মোহনবাগানকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ ‘এ’-তে তিন নম্বরে রাখা হয়েছে। আর তারপরই জল্পনা শুরু হয়েছে যে সমালোচনার মুখে পড়ে কি ‘ইউ-টার্ন’ নিল এএফসি?
AFC-র ওয়েবসাইটে অবশ্য তেমন কিছু নেই
যদিও সরকারিভাবে আপাতত এএফসির তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি।বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি মোহনবাগানের তরফেও। আর এএফসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র পয়েন্ট তালিকায় মোহনবাগানকে গ্রুপ ‘এ’-র একেবারে নীচে রাখা হয়েছে।
মোহনবাগানের নামের পাশে সব ‘শূন্য’ দেখাচ্ছে। অর্থাৎ মোহনবাগানকে বাদ দেওয়া হয়েছে। তাজিকিস্তানের ক্লাব রাভশান সবুজ-মেরুনের বিরুদ্ধে যে ম্যাচটা খেলেছিল, সেটাও গণ্য করা হয়নি। রাভশান একটি ম্যাচ খেলেছে বলে দেখানো হয়েছে। গ্রুপের যে ম্যাচগুলি বাকি আছে, সেই তালিকাতেও মোহনবাগানের নাম নেই।
আশা ছাড়ছেন না মোহনবাগানের ফ্যানরা
তাতে অবশ্য আশা ছাড়ছেন না মোহনবাগানের সমর্থকদের একাংশ। এএফসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে ছবি পোস্ট করা হয়েছে, তাতেই তাঁরা আশার আলো দেখতে পারছেন। ওই পয়েন্ট তালিকা অনুযায়ী, গ্রুপে দ্বিতীয় স্থানে আছে আল ওয়াকরা। দুটি ম্যাচ খেলেছে। তিনে আছে মোহনবাগান। একটি ম্যাচ খেলেছে। চার নম্বরে আছে রাভশান। দুটি ম্যাচ খেলেছে। আর মোহনবাগানের মতোই একটি ম্যাচ খেলেছে ট্র্যাক্টর এসসি। তাতেই গ্রুপের শীর্ষে আছে।
'যুদ্ধের' মধ্যেও খেলতে যাওনি কেন? AFC-র 'নিদান'
যে ইরানের ক্লাব দল ট্র্যাক্টরের ‘হোম ম্যাচ’ খেলতে যাওয়া নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। গত ২ অক্টোবর ইরানে ম্যাচ ছিল মোহনবাগানের। কিন্তু পশ্চিম এশিয়ায় যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে খেলতে যায়নি সবুজ-মেরুন ব্রিগেড। এএফসিকে সেই ম্যাচটা পিছিয়ে দেওয়ার এবং নিরপেক্ষ মাঠে খেলার জন্য চিঠি দেওয়া দিয়েছিল।
আর মোহনবাগানের উদ্বেগটা যে কতটা সঠিক ছিল, তা ১ অক্টোবরই স্পষ্ট বোঝা গিয়েছিল। কারণ সেদিন ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুঁড়েছিল ইরান। কিন্তু তারপরও ইরানে খেলতে না যাওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে মোহনবাগানকে বাতিল করে দিয়েছে এএফসি। আর যে সিদ্ধান্তের পরে এএফসির বিরুদ্ধে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তারইমধ্যে আইনি পথে হাঁটার কথাও ভাবছে মোহনবাগান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।