আগেই জানানো হয়েছিল মোহনবাগান আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে পারবে না। এবার কলকাতার অন্যতম প্রধান ফুটবল ক্লাবকে বাদ রেখেই লিগের পরবর্তী পর্যায়ের নির্ঘণ্ট প্রকাশ করল AFC। সেখানে গ্ৰুপের বাকি দলের নাম থাকলেও মোহনবাগানের নামের পাশ ‘উইড্রন’ লেখা রয়েছে। যদিও কিছু দিন আগে AFC তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে যেই পয়েন্ট টেবিল প্রকাশ করেছিল তাতে মোহনবাগান সুপার জায়ান্টের নাম ছিল। সমর্থকরা আশা করেছিলেন হয়তো সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু গ্রুপ পর্যায়ের তৃতীয় ম্যাচের ক্রীড়াসূচি প্রকাশ করা হলে তাতে মোহনবাগানের নাম দেখা যায় না।
অন্যদিকে AFC-র অফিশিয়াল ওয়েবসাইটে যেই পয়েন্ট তালিকা দেওয়া রয়েছে সেখানে গ্ৰুপে ৩টি দলকে দেখানো হচ্ছে। মোহনবাগানের নাম সেই তালিকায় নেই। মূলত ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ না খেলতে যাওয়ার জন্য ‘শাস্তি’ পায় সবুজ-মেরুন শিবির। যুদ্ধের আবহে খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ম্যানেজমেন্টের তরফে। কিন্তু এশিয়ান ফুটবল ফেডারেশন তাদের যুক্তি গ্রাহ্য না করেই একতরফা ভাবে সিদ্ধান্ত জানিয়ে দেয়। নির্দেশিকায় বলা হয়, ট্রাক্টর এফসি ম্যাচ না খেলতে যাওয়ায় এটা ধরে নেওয়া হচ্ছে যে মোহনবাগান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে। তবে AFC কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ স্তরের ম্যাচ ইতিমধ্যেই ইরান থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। তখনই সবুজ মেরুন সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেন তবে মোহনবাগানের সঙ্গে দ্বিচারিতা কেন?
প্রসঙ্গত, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ২ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ট্রাক্টর এফসির। ম্যাচটি ট্রাক্টর এফসির হোম ম্যাচ ছিল। তবে বর্তমানে ইরানের অস্থির পরিস্থিতির কারণে সবুজ মেরুন শিবিরের তরফে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় ম্যানেজমেন্টের তরফে। AFC-কে সেই মর্মে চিঠিও দেওয়া হয়। কিন্তু তার উত্তর দেওয়া হয় না AFC তরফে। এর পরেই কঠোর ‘শাস্তির’ কথা জানিয়ে দেওয়া হয় মোহনবাগান সুপার জায়ান্টকে। যদিও বিষয়টি নিয়ে সবুজ মেরুন শিবিরের তরফে আপিলের ভাবনা চিন্তা করা হচ্ছে। তারই মাঝে গ্ৰুপ স্তরের তৃতীয় পর্যায়ের ম্যাচের তালিকা প্রকাশ করে দিল AFC। এখন দেখার মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের তরফে এবিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।