বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Champions League Two 2024-25: রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম

AFC Champions League Two 2024-25: রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম

রাভশানের বিরুদ্ধে কতজন বিদেশিকে মাঠে নামতে পারবে মোহনবাগান? জেনে নিন পুরো নিয়ম (ছবি-এক্স @mohunbagansg)

এসিএল টু এর এদিনের ম্যাচে শুরুতে মোহনবাগান যে দল মাঠে নামতে পারে সেখানে ৭ জন বিদেশিকেই দেখা যেতে পারে। একটি রিপোর্ট অনুসারে, এসিএল টু-তে শুরুর একাদশে খেলোয়াড়দের নিবন্ধনের জন্য কোনও উচ্চ সীমা নেই। তাই মোহনবাগান সুপার জায়ান্ট রাভশানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শুরুর একাদশে তাদের সাত বিদেশিকেই রাখবে।

বুধবার থেকেই এএফসি চ্যাম্পিয়নস লিগের টায়ার টুয়ের অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠেই তাঁরা খেলতে নামবে তাজিকিস্তানের ক্লাব রাভশানের বিরুদ্ধে। নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোই অন্যতম লক্ষ্য থাকবে বাগান কোচ জোসে মোলিনার। এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। উল্লেখ্য, এই ফুটবল ক্লাব রাভশান ছাড়া প্রায় সকলের থেকেই দল গঠনে অনেকটাই পিছিয়ে মোহনবাগান।

মোহনবাগান সুপার জায়ান্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ২০২৪-২৫ এর প্রথম ম্যাচে ১৮ সেপ্টেম্বর বুধবার রাভশানের বিরুদ্ধে খেলতে নামবে। তার আগে নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছে তারা। মাঠে নামার আগে, ভক্তরা জানতে আগ্রহী যে মোহনবাগান এই ম্যাচে কতজন বিদেশিকে নিয়ে মাঠে নামতে পারে। এমন কি কতজন বিদেশিকে নিবন্ধিত করা হতে পারে সেই বিষয়েও মোহন ভক্তরা জানতে চাইছেন।

আরও পড়ুন… Drink and Drive Case: প্যারালিম্পিয়ান প্রমোদ ভগতের গাড়ি জব্দ করল পুলিশ! বিপদে তারকা অ্যাথলিট

বুধবার ঘরের মাঠে এসিএল-২’এর ম্যাচে তাজিকিস্তানের রাভশান এফসি’র মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। চলতি মরশুমে এএফসি’র এই প্রতিযোগিতাকেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই কথা মাথায় রেখে জেমি ম্যাকলারেনের মতো তারকা ফুটবলারকে সই করানো হয়েছে। তবে চোটের কারণে এখনও মাঠে নামা হয়নি এই অজি ফুটবলারের।

কতজন বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামবে মোহনবাগান-

এসিএল টু এর এদিনের ম্যাচে শুরুতে মোহনবাগান যে দল মাঠে নামবে তাতে তারা ৭ জন বিদেশিকেই খেলাতে পারে। একটি রিপোর্ট অনুসারে, এসিএল টু-তে শুরুর একাদশে খেলোয়াড়দের নিবন্ধনের জন্য কোনও উচ্চ সীমা নেই। তাই মোহনবাগান সুপার জায়ান্ট রাভশানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শুরুর একাদশে তাদের সাত বিদেশিকেই মাঠে নামাতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন… মেয়াদ শেষ হওয়ার আগেই অজিঙ্কা রাহানেকে ছেড়ে দিচ্ছে লেস্টারশায়ার! পিছনে রয়েছে কী কারণ?

সব কিছু ভেবেই হয়তো সপ্তম বিদেশি হিসেবে নুনো রেইসকে সই করিয়েছে মোহনবাগান। বিশেষ সূত্র মারফত খবর, আগত এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের জন্যই নাকি সেই পর্তুগিজ ফুটবলারের নাম দিয়েছে বাগান ব্রিগেড। ভাবা হয়েছিল টম অলড্রেডের পরিবর্তে এই ফুটবলারকে খেলাতে পারেন বাগানের হেডস্যার। তবে এখন মনে করা হচ্ছে সকলকই মাঠে নামাতে পারেন বাগান কোচ।

আরও পড়ুন… KSCA Invitational tournament: এক ম্যাচে ৯ উইকেট! দুরন্ত পারফরমেন্স, নজর কাড়লেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর

কোথায় দেখবেন ম্যাচ-

কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন লিগের এই ম্যাচ? সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টের এই ম্যাচ টিভিতে সরাসরি দেখা যাবে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে। এছাড়াও অনলাইনের মাধ্যমে এই ম্যাচ দেখতে হলে ‘ফ্যানকোড’ সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে সেই ম্যাচ দেখা সম্ভব। অর্থাৎ মাঠে যাওয়া সম্ভব না হলেও বাড়ি বসে বা যেকোনও স্থান থেকে নজর রাখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচে। তবে শুধুমাত্র এই একটি ম্যাচ নয় প্রতিটি ম্যাচ দেখানো হবে এই সমস্ত প্ল্যাটফর্ম গুলিতে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মান্যতাকে বিয়ের ১৬ বছর পর ফের বিয়ে করলেন সঞ্জয় দত্ত, পাত্রী কে? ‘‌শুদ্ধিকরণ হলে সর্বত্র হোক’‌, ডাক্তারদের গোপন কীর্তি প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ ‘বন্ধু চল বলটা দে,রাখব হাত তোর কাঁধে…’ফেডেরারের পথে হেঁটে টেনিসকে বিদায় নাদালের… অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তার স্নিগ্ধা, হাত ধরে বসে ‘ভালোবাসার মানুষ' দেবাশিস কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের কারিগরি:দেখুন দক্ষিণ কলকাতার বিখ্যাত মণ্ডপ-মূর্তি আর ৩ দিন পর শুক্রের বৃশ্চিকে প্রবেশ, ৩ রাশি হবে দুর্বিষহ কষ্টের সন্মুখীন নবরাত্রিতে দুঃস্থ শিশুদের সঙ্গে জিৎ-পুত্রর খেলা! দেবীর আরাধনায় মানবসেবা ‘বস’-এর পাশে চার নির্দল বিধায়ক, জম্মু-কাশ্মীরে কংগ্রেসকে ছাড়াই সরকার গড়তে পারবে এনসি দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার বরদাস্ত নয়, পুলিশ কর্মীদের বার্তা দিলেন নগরপাল ভারতকে হারানোর ছক! চুপিসাড়ে মুম্বইতে অনুশীলন এক ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.