বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup: সমীকরণ নিয়ে ভাবনাচিন্তা নয়, মাজিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্টই লক্ষ্য ATK MB কোচ ফেরান্দোর

AFC Cup: সমীকরণ নিয়ে ভাবনাচিন্তা নয়, মাজিয়ার বিরুদ্ধে ৩ পয়েন্টই লক্ষ্য ATK MB কোচ ফেরান্দোর

এটিকে মোহনবাগান অনুশীলনে রয় কৃষ্ণ এবং জুয়ান ফেরান্দো।

মাজিয়ার বিরুদ্ধে জিতলেও এটিকে মোহনবাগানের পরের রাউন্ডে পৌঁছনো নিশ্চিত নয়।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৮.৩০টায় সল্টলেক স্টেডিয়ামে মালদ্বীপের মাজিয়া এফসির বিরুদ্ধে নিজেদের এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে এটিকে মোহনবাগান। সেই ম্যাচের আগে অন্য কোনওদিকে নজর না দিয়ে সবার প্রথমে নিজেদের ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নিতেই বদ্ধপরিকর জুয়ান ফেরান্দো।

সবুজ-মেরুনের এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সমীকরণটা কঠিন। শুধু মাজিয়াকে হারালেই চলবে না, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে যদি গোকুলাম কেরালা হারে তবে পরের পর্বে কোয়ালিফাই করবে এটিকে মোহনবাগান। তবে সেইসব নিয়ে মাথা ব্যথা নেই ফেরান্দোর। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে সবুজ-মেরুন কোচ বলেন, ‘আমাদের কাছে পরের রাউন্ডে পৌঁছনোর বড় সুযোগ রয়েছে। খেলোয়াড়রা ক্লান্ত, তবে আমাদের প্রধান লক্ষ্য হল তিন পয়েন্ট নিশ্চিত করা।’

ফেরান্দো আরও জানান, ‘প্রতিটা ম্যাচই আলাদা। তবে আমাদের সবার প্রথমে মাজিয়ার বিরুদ্ধে আমাদের পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে নজর দিতে হবে। আমাদের লক্ষ্য মাজিয়াকে হারানো এবং আমরা প্রথম ম্যাচে (গোকুলামের ম্যাচে) কী হল না হল সেইদিকে নজর দিতে চাই না। মাজিয়া একটি কঠিন লিগে সবসময় ভাল পারফর্ম করে। ওদের উইং ধরে খেলাটা আমাদের রুখতে হবে। ওদের বিরুদ্ধে জায়গা তৈরি করাটাও খুব কঠিন। গোকুলামকে হারিয়ে ওরা কিন্তু আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়েই এই ম্য়াচে নামবে।’

বন্ধ করুন