গতকাল এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ডে ছিল। শেষদিন গ্রুপ ‘ডি’-এ থাকা সবকয়টি দলেরই আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। শেষমেশ গোকুলাম কেরালা ১-২ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর, মাজিয়া এফসিকে ৫-২ গোলে দুরমুশ করে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান।
প্রথম ম্যাচ ডে থেকেই এটিকে মোহনবাগান ও গোকুলাম কেরালা এফসির কোচেদের মধ্যে খোটাখুটি চলছিল। সবুজ-মেরুনকে হারিয়ে গোকুলাম কোচ আনেসে দাবি করেছিলেন মোহনবাগানের থেকে তাঁর দলকে নাকি আই লিগের অবনমনের লড়াই করা রিয়াল কাশ্মীর এফসি বেশি চাপে ফেলেছিল। শেষমেশ কিন্তু সেই এটিকে মোহনবাগানই সেমিতে গেল। আর খালি হাতে নিজেদের প্রথম এএফসি কাপ মরশুম শেষ করল গোকুলাম।
আন্তঃআঞ্চলিক সেমিতে পৌঁছনোর পরেই গোকুলাম কোচকে ঠুকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো জানান, ‘আমি দলের ফুটবলার এবং সমর্থকদের জন্য ভীষণই খুশি। শেষ কয়েকদিনে আমাদের নিয়ে অনেক কটূ কথা বলা হয়েছে। আমরা কিন্তু সকলকে সম্মানই করি, সেই কারণেই তো আমরা সেরা দল। ফুটবলটা কিন্তু সাংবাদিক সম্মেলনে নয়, মাঠেই খেলা হয়।’ গোকুলাম কোচকে উদ্দেশ্য করে ফেরান্দো আরও তীক্ষ্ণ সুরে দাবি করেন, ‘মানুষ আনন্দ পাওয়ার জন্য ফুটবল দেখে। সেই খেলায় কেউ কাউকে অপমান করবে এটা কারুরই দেখা পছন্দ নয়।’