ফিফা বিশ্বকাপের প্লে-অফ স্পটে জায়গা দখলের জন্য এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করবে ভারত। মহিলাদের এএফসি এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ভারত খেলবে ইরানের বিরুদ্ধে। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ। করোনায় আক্রান্ত ভারতীয় দলের দুই সদস্য। এদিকে র্যাঙ্কের বিচারে ইরান ভারতের থেকে নিচে থাকলেও তাদের রক্ষণ খুবই মজবুত। তবে মঙ্গলবার ভারতের মহিলা ফুটবল দলের কোচ থমাস ডেনারবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন এএফসি মহিলা এশিয়ান কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে, ইরানের শক্তিশালী রক্ষণ ভাঙতে তৈরি তার দল। ইরানের বিরুদ্ধে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করতে চেয়েছিলেন ভারতের কোচ। কিন্তু সেই স্বপ্নে করোনা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করার আগেই ধাক্কা খেল ভারতীয় টিম। করোনায় আক্রান্ত হয়ে পড়লেন ভারতীয় দলের দুই সদস্য। তবে তাঁরা ফুটবলার কিনা, তা অবশ্য জানানো হয়নি। তবে সূত্রের খবর, ওই দুই সদস্যের একজন ফুটবলার। যাঁর আবার প্রথম একাদশে থাকার কথা। ওই দুই সদস্যকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। তবে টিমে করোনা ঢুকে পড়ায় আয়োজক দেশ হিসেবে কিছুটা চাপে রয়েছে ভারত।
'এ' গ্রুপে ইরান সর্বনিম্ন র্যাঙ্কড দল। এই গ্রুপে চিন ও চাইনিজ তাইপেও রয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইরান ৭০তম এবং ভারত ৫৫তম স্থানে রয়েছে। নভি মুম্বইয়ে বৃহস্পতিবারই যাত্রা শুরু করতে চলেছে থমাস ডেনারবির মেয়েরা। টুর্নামেন্টের যা সূচি, তাতে ভারতের নক আউট যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের বিরুদ্ধে নামার আগেই এক ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়াটা বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে। ইরানের মতো লড়াকু টিমের বিরুদ্ধে জেতাটাই লক্ষ্য। কিন্তু প্রথম দলের এক ফুটবলার আক্রান্ত হয়ে পড়ায় স্ট্র্যাটেজি পাল্টাতে হতে পারে ভারতীয় কোচকে। এখন দেখার ভারতীয় দল কোরনার ট্যাকেলকে কী ভাবে সামলে ওঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।