ফের সমালোচনার মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের ভিতর তাঁর ব্যবহারের জন্য ফের কাঠগড়ায় উঠতে হল তাঁকে। সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিরুদ্ধে খেলতে নামে আল নাসের। কাপ জয়ের জন্য রোনান্ডোদের প্রধান প্রতিপক্ষ আল ইত্তিহাদ। তাদের বিরুদ্ধে ১-০ হারে ক্রিশ্চিয়ানো রোনান্ডের দল। তারপরই বিতর্কে জড়ান সিআর সেভেন। যেখানে রোনাল্ডো আছেন সেখানে বিতর্ক হবে না, তা হতেই পারে না।
শেষ দুইটি ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছেন সিআর সেভেন। আর এই ম্যাচের হারের পর ফের তার রাগের বিস্ফোরণ দেখা গেল মাঠের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ম্যাচ শেষের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে রাগে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়ছেন ক্রিশ্চিয়ানো। তাঁর সতীর্থরা তাঁকে সান্তনা দিতে চেষ্টা করলেও ম্যাচের ফলাফল নিয়ে কোনও ভাবেই সন্তুষ্ট ছিলেন না তিনি। নিজের হাতে পরা ব্যান্ডটি খুলে মাটিতে ফেলতে যান রোনাল্ডো। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টাচলাইনে রাখা জলের বোতলে লাথি মেরে ড্রেসিংরুমের দিকে এগিয়ে যান এই পর্তুগিজ।
গত মাসে ৪ ম্যাচে ৮ গোল করে আল নাসেরের নতুন ‘হিরো’ হয়ে উঠেছিলেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার। ফলে আল নাসেরের চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সবার চোখ ছিল রোনাল্ডোর উপরে। কিন্তু এই ম্যাচে সেই ভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। গোল করার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। পুরো ম্যাচ জুড়ে বল দখলের জন্য বেশ লড়াই করতে হয় তাঁকে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে রোনাল্ডো গোলমুখী একটি শট করেন। কিন্তু সেই শট দারুণ তীব্রতায় বাঁচিয়ে দেন ইত্তিহাদের গোলরক্ষক মার্সেলো গ্রোহে। যদি সেটি গোলে হত তাও তা বৈধ হতো না। কারণ রোনান্ডো অফসাইডে ছিলেন।
প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর খেলার ৮০ মিনিটে আল ইত্তিহাদের ফুটবলার রোমারিনহো ম্যাচের একমাত্র গোল করেন। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল নাসেরের কোচ রোনান্ডোকে সামনে রেখে ৫-৪-১ ফর্মেশনে দল সাজান। অন্যদিকে ইত্তিহাদ মাঠে নামে ৪-২-৩-১ ফর্মেশনে। ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় ম্যাচে কোনও ভাবেই এগিয়ে ছিল না আল নাসের। সব দিক থেকেই এগিয়ে থাকে ইত্তিহাদ। ফলে ম্যাচ জিততে কোনও রকম অসুবিধা হয়নি।