বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Premier League: জোড়া গোল ডিগার্ডের, চেলসিকে হারিয়ে প্রিমিয়র লিগের আশা জিইয়ে রাখল আর্সেনাল

Premier League: জোড়া গোল ডিগার্ডের, চেলসিকে হারিয়ে প্রিমিয়র লিগের আশা জিইয়ে রাখল আর্সেনাল

গোলের পর সেলিব্রেশনে মার্টিনও ডিগার্ড এবং আর্সেনাল দলের ফুটবলাররা। ছবি- এএফপি 

মার্টিনও ডিগার্ডের জোড়া গোল। আর তাতেই ম্যাঞ্চেস্টার সিটিকে পিছনে ফেলে প্রিমিয়র লিগের শীর্ষে জায়গা করে নিল আর্সেনাল। 

জমে উঠেছে প্রিমিয়র লিগের লড়াই। চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল আর্সেনাল। এদিন প্রিমিয়র লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল এবং চেলসি। আর সেই ম্যাচে চেলসিকের সহজেই উড়িয়ে দিল মিকেল আর্টেটার দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে বেড়ালেন মার্টিনও ডিগার্ড এবং গ্যাব্রিয়েল জেসাসরা। বিপক্ষ দলকে কোনও রকম সুযোগই দেননি তারা।

চেলসিকে রুখে দিতে ৪-৩-৩ ফর্মেশনে দল নামান মিকেল আর্টেটা। অন্যদিকে চেলসিও আর্সেনালকে রুখে দিতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজায়। কিন্তু ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। প্রথমার্ধেই গোলের মুখ দেখে ফেলে তারা। ১৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মার্টিনও ডিগার্ড। বিপক্ষকে শুরুতেই গোল দিয়ে চাপে ফেলে দেন তিনি। তবে এই ম্যাচে চেলসির থেকে অনেকটাই এগিয়ে নামে আর্সেনাল। পয়েন্ট টেবিলের প্রথমের দিকে থাকা আর্সেনাল খেলতে নামে ১২ নম্বরে থাকা চেলসির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই বিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে ছিল আর্সেনাল। আর সেই দাপটটাই এদিন বাজয় রাখল আর্টেটার দল।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে খেলে গেলেন আর্সেনালের ফুটবলাররা। ১৮ মিনিটের মাথায় মার্টিনও ডিগার্ড গোল করে এগিয়ে দেওয়া পর তিনি ফের দ্বিতীয় গোলটি করেন ৩১ মিনিটের মাথায়। ২ গোলে এগিয়ে যাওয়ায় এই ম্যাচের ফলাফল তখনই লেখা হয়ে যায়। তবে তখনও অনেকটা সময় ম্যাচ বাকি ছিল। ফলে নিজেদের সেরাটা দিতে একবারের জন্যও দ্বিধাবোধ করেননি তারা। ডিগার্ডের দ্বিতীয় গোলের পরই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফের গোল করে আর্সেনাল। এবার আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল জেসাস। ৩৪ মিনিটের মাথায় গোল করেন জেসাস। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আর্টেটার দল।

এই পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষমতা ক্রমেই হারাতে থাকে চেলসি। প্রথমার্ধেই তিন হজম করা চেলসি দিশেহারা হয়ে পড়ে। এই ম্যাচ জেতার সম্ভাবনা নেই ধরেই এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের পর কিছুটা হলেও হালকা ভাবে খেলতে থাকে আর্সেনাল। কারণ ততক্ষণে নিজেদের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যবধান কমায় চেলসি। ৬৫ মিনিটের মাথায় গোল করেন ননি মাদুয়েকে। এই ম্যাচে একটি মাত্র গোলের মুখ দেখে তারা। আর ম্যাচে কোনও গোল করতে পারেনি চেলসি। নির্ধারিত সময়ে খেলার ফল আর্সেনাল ৩ এবং চেলসি ১। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল আর্সেনাল। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। আর এই ম্যাচ হারের পর ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বর স্থানে চেলসি।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.