রয় কৃষ্ণের পরিবর্ত হিসেবে একেবারে বিশ্বকাপে খেলা ফুটবলারকে সই করিয়ে বড় ধামাকা দিয়েছেে এটিকে মোহনবাগান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসকে সই করিয়ে সবুজ-মেরুন। আর বাগানে সই করে নিজের উচ্ছ্বাস উজাড় করে দিয়েছেন পেত্রাতোস।
মোহনবাগান আগেই পাঁচ জন বিদেশিকে সই করিয়ে ফেলেছে। দিমিত্রি পেত্রাতোস হলেন দলের ষষ্ঠ বিদেশি। আর এই জায়গায় দলের কোচ জুয়ান ফেরান্দো এমন একজন ফুটবলার খুঁজছিলেন, যিনি শুধু স্ট্রাইকার পজিশনেই নন, অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই দিমিত্রিকে সই করানো হয়। তিনি দেশের হয়ে এবং পেশাদার ক্লাব ফুটবলেও স্ট্রাইকার, অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসেবে খেলেছেন।
আরও পড়ুন: কৃষ্ণের পরিবর্তে বড় ধামাকা, রাশিয়া বিশ্বকাপে খেলা অজি স্ট্রাইকারকে সই ATK MB-র
সবুজ-মেরুনে সই করে দিমিত্রি পেত্রাতোস যে উচ্ছ্বসিত, সে কথা গোপন করেননি। একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘ভারতের সব থেকে বড় ক্লাবের হয়ে সই করেছি। নতুন মরশুমের জন্য তাই প্রত্যাশা অনেকটা বেশি। একই সময়ে, আমি খুবই উচ্ছ্বসিত। আমি জানি এই ক্লাবের আসল লক্ষ্য খেতাব জয়। আমি চেষ্টা করব যাতে, সমস্ত প্রতিযোগিতায় আমরা সাফল্য পাই।’
তিনি আরও বলেছেন, ‘আমার এশিয়ার সেরা কিছু লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে অভিজ্ঞতাটি বিভিন্ন ক্ষেত্রে আলাদা। আর এই সকল অভিজ্ঞতা আমাকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। যখন আমার কাছে সুযোগ এসেছে, আমি কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করি। ওরা আমায় ওদের প্রকল্প ও লক্ষ্যের কথা জানায়। আর একটি বড় কারণ হল কলকাতার ফুটবলের সংস্কৃতি ও সমর্থকদের ভালোবাসা। আমি এই ক্লাবের ইতিহাস ও সমর্থকদের আবেগ সম্পর্কে অনেক কিছু শুনেছি, আর সেটিই আমায় অনুপ্রাণিত করেছে এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার জন্য।’
আরও পড়ুন: ATK MB-কে কলকাতা লিগে মাঠে নামাতে, চার কিস্তিতে বকেয়া মেটানোর আশ্বাস IFA-এর
এখানেই থামেননি বিশ্বকাপার। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটিই আমার সেরা সিদ্ধান্ত। এটি একটি নতুন অধ্যায়, আমি খুব খুশি এবং উদগ্রীব শুরু অনুশীলনে যোগ দেওয়ার জন্য। ইতিহাস তৈরি করতে চাই। আর ক্লাবকে সব সাফল্য ও খেতাব জেতাতে চাই। ’ দিমিত্রি পেত্রাতোস যোগ করেছেন, ‘আমি অবশ্যই গোল করতে চাই, কিন্তু আমি সব সময় চেষ্টা করি যাতে দলটি প্রতিটি পরিস্থিতিতে আক্রমণাত্মক ভূমিকা পালন করে এবং গোল করার সুযোগ তৈরি করে। অনেক কিছু নির্ভর করে কোচের স্ট্র্যাটেজির উপর। আমার স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে। আশা করি, আমি দ্রুত মানিয়ে নেব এবং গোল করা শুরু করলে, আশা করি, সমর্থকরা আমার খেলা উপভোগ করবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।