ভারতীয় দলের অন্যতম সেরা তারকা ফুটবলার আনোয়ার আলি। তাঁকে নিয়েই এই মূহূর্তে দড়ি টানাটানি চালাচ্ছে কলকাতার দুই প্রধান। মোহনবাগানে এতদিন তিনি খেললেও শোনা যাচ্ছে দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের হস্তক্ষেপে তাঁকে সই করায় ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগানের সঙ্গে আনোয়ারের চুক্তি বাতিলের প্রক্রিয়া ঠিকঠাকভাবে না হতেই বিতর্ক শুরু হয়। মোহনবাগান যেমন আইএসএল শিল্ডজয়ী দলের এই সদস্যকে দল থেকে ছাড়তে প্রস্তুত নয়, তেমনই আনোয়ারও বাগানে থাকতে প্রস্তুত নয়। এই সুযোগ কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল তাঁকে সই করানোয় অযথা বিতর্কে জড়িয়ে পড়ল লালহলুদ শিবিরও। শুক্রবার ছিল আনোয়ারকে নিয়ে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। সেখানে দুপক্ষের কথা শোনার পর শনিবার এক নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-৪০ পেরিয়েছে প্যারিসের তাপমাত্রা! ভারতের প্রতিযোগিদের ৪০টি এসি পাঠাল ক্রীড়ামন্ত্রক!
আগামী সপ্তাহে রয়েছে আনোয়ার আলি ইস্যুতে প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বিতীয় শুনানি। সেদিনই তাঁকে নিয়ে সিদ্ধান্ত দিতে চলেছে ফেডারেশনের কমিটি। তাঁর আগে শনিবার তাঁরা জানিয়ে দিল যে প্রক্রিয়ায় ক্লাব ছেড়েছেন অর্থাৎ চুক্তিভঙ্গ করেছেন আনোয়ার তা একদমই ঠিক নয়। এক্ষেত্রে তাঁকে সই করানোর জন্য পার্টি করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসিকেও। তাঁদেরকে পাঁচদিনের মধ্যে এর কারণ দর্শাতে বলা হয়েছে।
আরও পড়ুন-কংগ্রেস-আপ কেউ কথা রাখেনি! রাজ্য সরকার উদাসীন, অভিযোগ অলিম্পিক্সে চতুর্থ হওয়া অর্জুনের…
আনোয়ার এক্ষেত্রে এআইএফএফের কাছে দাবি করেছিলেন ফুটবল কেরিয়ারের ব্যাপার এবং রুজি রুটির ব্যাপার হওয়ায় যাতে মামলার দ্রুত নিষ্পত্তি হয়। তাই দ্রুততার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেছে ফেডারেশন, তবে এক্ষেত্রে আনোয়ারের চুক্তি ভঙ্গের পদ্ধতিতে ত্রুটি রয়েছে বলেই মনে করছে তাঁরা। দুই ক্লাবের তরফ থেকেই এই নিয়ে জবাব চাওয়া হয়েছে, কারণ এক্ষেত্রে ফুটবলার বা যে ক্লাবের হয়ে তিনি খেলেন তাঁদের ক্ষতির দায় কেন ইস্টবেঙ্গল বা দিল্লি এফসির হবে না, সেই প্রশ্ন উঠেছে। কারণ ফেডারেশন মনে করছে, এক্ষেত্রে জেনে বুঝেই মোহনবাগানে খেলা ফুটবলারকে এনওসি ছাড়াই সই করাতে ইচ্ছুক ছিল ক্লাব।
আরও পড়ুন-নিজে বিদেশি, এদিকে ‘ভারতীয়’ ফুটবল কোচের জন্য সওয়াল করলেন নতুন হেডস্যার!
মোহনবাগান অবশ্য সরাসরি আর্থিক জরিমানা এবং ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করতে চলেছে। কারণ দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও যদি কোনও ফুটবলার ফিফা উইন্ডোর বাইরে গিয়ে দল ছেড়ে অন্য দলে যোগ দেয়, তাও নিয়মভঙ্গ করে তাহলে তো সমস্যা হবেই। এই নিয়ে আনোয়ার এবং মোহনবাগানকেও তাঁদের বক্তব্য ৮ তারিখের মধ্যে জানাতে বলেছে ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।