নিজের খেলা চালিয়ে নিয়ে যেতে পারবেন আনোয়ার আলি। আপাতত কোনও বাধা রইল না তাঁর জন্য। দীর্ঘদিন ধরেই AIFF-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে শুনানি চলছিল। শনিবার ফের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই চলে এলো বড় আপডেট। ফিফা তাদের প্লেয়ার স্ট্যাটাস এবং ট্রান্সফার সংক্রান্ত নিয়মাবলীতে পরিবর্তন আনতে চলেছে। সেই কারণে বর্তমানে বিশ্বের যেসব প্রান্তে এই ধরণের মামলা চলছে সেগুলির উপর স্থগিতাদেশ জারি করেছে ফিফা। এর এই নির্দেশিকা অনুযায়ী আপাতত আনোয়ার আলির বিষয়টি নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না ভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে, আনোয়ারের ইস্টবেঙ্গলের হয়ে পরবর্তী কয়েকটি ম্যাচ খেলতে আর অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনই বিষয়টি নিয়ে কিছুই জানানো হয়নি।
শনিবার দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজের তরফে একটি পোস্ট করা হয়। সেখানেই তিনি বিষয়টি জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে বাজাজ লিখেছেন, ‘একটা ভালো খবর রয়েছে আনোয়ার আলির ফ্যান এবং পাশাপাশি তাঁর বিরোধীদের জন্য- প্রথমে ফিফা বলেছিল যে ইউরোপের সর্বোচ্চ আদালতের রায়ের কারণে তারা RSTP নিয়মগুলি পরিবর্তন করবে - এখন ফিফার শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান রায় দিয়েছেন যে AIFF পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিষয়ে আর সিদ্ধান্ত নিতে পারবে না। আদালত ইতিমধ্যে পিএস কমিটিকে বলেছিল যে তারা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সিদ্ধান্ত বৈধ নয়। তবে এবার ফিফার নতুন নির্দেশিকার ফলে এই মুহূর্তে পিএসসি বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। ফিফার এই নিয়মটি কতটা বেআইনি ছিল এখন তা সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুইট কিডের জন্য খুব খুশি।’
প্রসঙ্গত, এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে সই করেছেন আনোয়ার আলি। জানা যায়, মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকাকালীন তিনি অন্য দলের হয়ে সই করেছেন। আনোয়ারের শাস্তি চেয়ে এবং ক্ষতিপূরণ দাবি করে AIFF-এর প্লেয়ার স্ট্যাস্টাস কমিটির দ্বারস্থ হয় সবুজ-মেরুন শিবির। সেখানেই দলবদলটি সঠিক পদ্ধতি মেনে হয়নি বলে জানায় পিএসসি। এরপরেই আনোয়ারকে ৪ মাসের জন্য নির্বাসিত করা হয় এবং ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে দু’টি ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান করা হয়। একই সঙ্গে মোহনবাগানকে ১২.৯০ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দিতেও বলা হয়েছিল। রায়ের বিরোধিতা করে আদালতে যায় আনোয়ার। দিল্লি হাইকোর্ট ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির যাবতীয় রায় খারিজ করে দিয়েছিল। প্রশ্ন তোলা হয়েছিল কমিটির রায়দান নিয়ে। পিএসসিকে বিষয়টি শুনতে বলা হয়েছিল আবার শুরু থেকে। সেই প্রক্রিয়াটিই চলছিল এখন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।