রবিবার ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্মান্দো সাদিকুকে। সমালোচনার মুখে পড়েছিল রেফারি ক্রিস্টাল জনের সেই সিদ্ধান্ত। ঘটনাটি নিয়ে AIFF-এর ডিসিপ্লিনারি কমিটির দ্বারস্থ হয়েছিল এফসি গোয়া ম্যানেজমেন্ট। এরপরেই পুরো বিষয়টা পর্যালোচনা করে ফেডারেশন। মান্যতা দেওয়া হয় এফসি গোয়ার দাবিকে। সাদিকুর লাল কার্ড বদলে যায় হলুদ কার্ডে। যেই কারণে আগামী ম্যাচ খেলতে আর সমস্যা রইল না এই প্রাক্তন মোহনবাগান ফুটবলারের।
গোয়ার পদক্ষেপ ইস্টবেঙ্গলের কাছে একটা শিক্ষা বলে মনে করেন সমর্থকরা। রেফারি নিয়ে বারবার অভিযোগ করে এসেছে ইস্টবেঙ্গল। একাধিকবার প্রেস কনফারেন্স করেও ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই করে দেখাতে পারেন না তারা। সম্প্রতি মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে আপুইয়ার হ্যান্ড বল নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। তবে এফসি গোয়া ম্যানেজমেন্ট দেখিয়ে দিল যে কিভাবে ঠিক জায়গায় আপিল করে নিজেদের ন্যায্য দাবি আদায় করে নিয়ে আসতে হয়। এফসি গোয়ার চাপের মুখে AIFF-এর ডিসিপ্লিনারি কমিটি কার্যত স্বীকার করে নেয় যে ‘রেফারির তরফে অবশ্যই ভুল হয়েছে’। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এফসি গোয়া এই বিষয়ে বিস্তারিত জানায়। লাল কার্ড বদলে হলুদ কার্ড হয়ে যাওয়ায় ২৫ জানুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে সাদিকুকে পেতে সমস্যা হবে না গোয়ার।
উল্লেখ্য, রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে খেলার ইনজুরি টাইমে লাল কার্ড দেখেছিলেন আর্মান্দো সাদিকু। লাল হলুদ ডিফেন্ডার হিজাজির ঘাড় ধরে কার্যত মাটিতে ফেলে দিয়েছিলেন তিনি। সেই সময় তাঁর পায়ে বল ছিল না। ফলে স্বভাবতই এটি একটি ফাউল ছিল। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আসে রেফারি ক্রিস্টাল জনের। তিনি কার্ড দেখানোর জন্য প্রস্তুত হন। সেই সময় রেফারির সঙ্গে তর্ক করতে দেখা যায় সাদিকুকে। এরপরেই সোজা লাল কার্ড দেখান ক্রিস্টাল জন। বিষয়টি নিয়ে গোয়ার সমর্থকরা ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন। পরবর্তীতে ম্যাচের ক্লিপিংস নিয়ে AIFF-এর ডিসিপ্লিনারি কমিটির দ্বারস্থ হয় টিম ম্যানেজমেন্ট। ভিডিয়ো বিশ্লেষণের পর তারা রায় দেয়। সেখানেই রেফারির ভুলের কথাটি উল্লেখ করা হয়। এই মরশুমে গোয়ার একজন গুরুত্বপূর্ণ ফুটবলার সাদিকু। ইতিমধ্যেই ১৫ ম্যাচে ৯টি গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। তাঁকে আগামী ম্যাচে পাওয়াটা অবশ্যই গোয়ার জন্য একটা সুখবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।