একেই ফিফার নির্বাসন। তীব্র সঙ্কট ভারতীয় ফুটবলে। সেই সময়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিল বাইচুং ভুটিয়া। ১৭ থেকে ১৯ অগস্ট মনোনয়ন জমা দেওয়ার দিন নির্ধারিত হয়েছিল। কিন্তু প্রথম দু'দিন কোনও মনোনয়নপত্র জমা পড়েনি। তবে শেষ দিন শুক্রবার নাকি প্রেসিডেন্ট পদের জন্য একাধিক মনোনয়ন পত্র জমা পড়েছে।
আরও পড়ুন: AFC Cup খেলতে ATK MB-র ভরসা কেন্দ্র, ফিফার কাছে গেল অনুরোধ
সূত্রের খবর ফেডারেশনের সভাপতির পদে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির নেতা কল্যাণ চৌবে। গুজরাট এবং অরুণাচল প্রদেশের সমর্থনে এই পদের জন্য লড়ছেন প্রাক্তন ফুটবলার। প্রেসিডেন্টর পদে মনোনয়ন জমা পড়েছে বাইচুং ভুটিয়ারও। বাইচুংয়ের নাম প্রস্তাব করেছেন তাঁরই এ জাতীয় দলের সতীর্থ দীপক মণ্ডল। সেই প্রস্তাব সমর্থন করেছেন ফেডারেশনের নির্বাচনের সঙ্গে যুক্ত মধু কুমারী। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং জানিয়েছেন, ‘মনোনয়ন জমা দিয়েছি। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক্তন প্লেয়াররাও নির্বাচনে অংশ নিতে পারবে। আশা করি আমরাও ভারতীয় ফুটবলের জন্য কাজ করার সুযোগ পাব। সুযোগ পেলে প্রমাণ করে দেব, প্লেয়ার হিসেবেই শুধু নয়, প্রশাসক হিসেবেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।’
আরও পড়ুন: নির্বাসনের গেড়ো- AFC Cup-এ ATK MB-র কপাল পুড়লে, ভাগ্য খুলবে বাংলাদেশের ক্লাবের
বাংলা থেকে সভাপতি এবং কর্মসমিতির সদস্য পদে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা তথা আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। দিল্লির ফুটবল সংস্থার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা পড়ার কথা শাজি প্রভাকরণের। কোষাধ্যক্ষ এবং কর্মসমিতির সদস্য পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ইউজিনসন লিংডো। কোষাধ্যক্ষ এবং কর্মসমতির সদস্য পদের জন্য মনোনয়ন পত্র জমা দেন ভালাঙ্কা চার্চিলও। উল্লেখ্য, ৩৬ জন প্রাক্তন ফুটবলারকে প্রার্থী তালিকায় রাখতে চেয়েছিল সিওএ। কিন্তু সেটা নাকচ করে দেয় ফিফা। জানিয়ে দেওয়া হয়, ফেডারেশনের নির্বাচনে কোনও ব্যক্তি নিজে থেকে ঢুকতে পারবে না। রাজ্য সংস্থার প্রতিনিধি হিসেবেই তাঁকে আসতে হবে।
এই নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হলেও কোনও রায় জানানো হয়নি। শুনানি মুলতবি করে ২২ অগস্ট আবার তারিখ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর অনেক কিছু নির্ভর করবে। আদৌ ২৮ অগস্ট ফেডারেশনের নির্বাচন হবে কিনা সেটাও নির্ভর করছে কোর্টের রায়ের ওপর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।